Ajker Patrika

জয়পুরহাট ট্রেনের ধাক্কায় নারী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৪: ৩৫
জয়পুরহাট ট্রেনের ধাক্কায় নারী নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মুনি আক্তার (৩০) নামে এক বাক্‌প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে চিলাহাটিগামী আন্তনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর রেল স্টেশনে পৌঁছার আগে পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের রেলব্রিজের উত্তরপাশে ওই দুর্ঘটনা ঘটে। 

মুনি আক্তার (৩০) উপজেলার গণিপুর মণ্ডল পাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে। 

আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রেহেনা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ২০ মিনিটের সময় ২৭৫ নম্বর রেল ব্রিজের পাশে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ওই নারী আজ সকালে আক্কেলপুরে আসার জন্য বাড়ি থেকে বের হন। তিনি পায়ে হেঁটে রেল লাইন দিয়ে আক্কেলপুরে আসছিলেন। হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে রেলওয়ের ব্রিজ পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এ সময় ট্রেনের চালক হর্ন দিচ্ছিলেন। তখন ওই নারী দ্রুত ব্রিজ পার হওয়ার পরপরই পেছন থেকে ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ওই নারী ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন। 

নিহতের বাবা মোজাহার আলী বলেন, ‘আমার মেয়ে জন্ম থেকে বাক্‌প্রতিবন্ধী। সে আজ সকালে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুরে যাচ্ছিল। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’ 

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে একজন অফিসার পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত