নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দী লাশ কবরস্থানে ফেলে দিয়েছিলেন তাঁরই পুত্রবধূ। গত শুক্রবার দুপুরে বেদেনা বেওয়া (৫৭) নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যার রহস্য উদ্ঘাটন করে পুলিশ বলছে, ওই নারীর ছেলের বউ তাঁকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন।
এদিকে হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে পুলিশ ওই নারীর নাতনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ আসামিকে আজ বুধবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক।
নিহত বেদেনা বেওয়ার বাড়ি পুঠিয়া উপজেলার থান্দারপাড়া গ্রামে। স্বামীর নাম মোজাহার আলী। মোজাহার প্রায় ৩৩ বছর আগে মারা গেছেন। বেদেনা দুই সন্তানের মা ছিলেন। গ্রেপ্তার পুত্রবধূর নাম কণিকা খাতুন (২৯)। কণিকা ছাড়াও তাঁর সতিনের মেয়ে (১৪) ও দেবরের ছেলেকে (১৬) গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কণিকা ও সতিনের মেয়েকে গত শনিবার গ্রেপ্তারের পর রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে তারা দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। অপর আসামি কণিকার দেবরের ছেলেকে আজ বুধবার গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বাদী কণিকার স্বামী রিপন আলী। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এসব তথ্য জানিয়েছেন। ওসি বলেন, শাশুড়ির সঙ্গে কণিকার মনোমালিন্য ছিল। ঘটনার দিন তাঁর সঙ্গে ঝগড়াও হয়েছিল। এর জের ধরেই তিনি শাশুড়িকে হত্যার পরিকল্পনা করেন। ইফতারির সময় পরিকল্পনামাফিক তিনি শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সৎমেয়েকে বলেন, ‘এই শরবত তোমার দাদিকে দাও।’ সে প্রথমে রাজি হয়নি। বলে, ‘তুমিই দাও।’ তখন কণিকা বলেন, তাঁর সঙ্গে ঝগড়া হয়েছে, তিনি দিলে খাবেন না। তখন তাঁর সতিনের মেয়ে দাদির হাতে শরবতের গ্লাস তুলে দেয়।
শরবত পানের পরপরই ঘুমিয়ে পড়েন বেদেনা বেওয়া। এরপর কণিকা ওড়না দিয়ে শাশুড়ির দুই হাত খাটের সঙ্গে বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দেবরের ছেলেকে ডাকেন। সে তাঁর বিশ্বস্ত। ডাকলেই আসে। তাকে ডেকে প্রথমে কেক খেতে দেন। এরপর তার সহযোগিতা চান। তিনজন মিলে লাশ বস্তায় ভরে দেয়ালের ওপর দিয়ে কবরস্থানে ফেলে দেন। গত শুক্রবার লাশের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় এক ব্যক্তি সরকারি জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে জানায়।
এরপর পুঠিয়া থানার পুলিশ ডোম ডেকে বস্তার মুখ খুললে বেদেনার লাশ বেরিয়ে আসে। পরদিন শনিবার পুলিশ রিপন ও তাঁর স্ত্রী কণিকাকে থানায় মামলা করার জন্য ডাকে। তারা থানায় যাওয়ার পর রিপন ও তাঁর স্ত্রীকে পুলিশ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে কণিকা ঘটনার কথা স্বীকার করেন। তাঁর কথা অনুযায়ী বাড়ি থেকে তাঁর সতিনের মেয়েকে থানায় নিয়ে আসা হয়। তাঁদের দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তাঁরা দুজনই পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আজ বুধবার পুলিশ কণিকার দেবরের ছেলেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সেও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার বাদী ও বেদেনা বেওয়ার ছেলে রিপন আলী লাশ উদ্ধারের দিন জানিয়েছিলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। মাকে নিয়ে থান্দারপাড়ায় থাকেন। সেদিন বাইরে থেকে বাড়ি এসে জানতে পারেন, তাঁর মা বাড়ি থেকে একটু দূরে বানেশ্বর বাজারে গেছেন। বাজার থেকে তাঁর ভাগনেকে আনতে যাওয়ার কথা বলে যান। পরে ভাগনে একাই বাড়ি এসেছে, কিন্তু মা ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে মাকে না পেয়ে গত বৃহস্পতিবার পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রিপন আরও বলেন, যে গোরস্থানে মায়ের লাশ পাওয়া গেছে, সেটি তাঁর বাসার পাশেই। গত বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে কবরস্থানে অনেকে কবর জিয়ারত করতে যান। কিন্তু তখন সেখানে কোনো লাশ ছিল না। শুক্রবার দুপুরের পর গন্ধ পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বস্তাবন্দী লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে তিনি গিয়ে মায়ের লাশ শনাক্ত করেন।
রাজশাহীর পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দী লাশ কবরস্থানে ফেলে দিয়েছিলেন তাঁরই পুত্রবধূ। গত শুক্রবার দুপুরে বেদেনা বেওয়া (৫৭) নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যার রহস্য উদ্ঘাটন করে পুলিশ বলছে, ওই নারীর ছেলের বউ তাঁকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন।
এদিকে হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে পুলিশ ওই নারীর নাতনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ আসামিকে আজ বুধবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক।
নিহত বেদেনা বেওয়ার বাড়ি পুঠিয়া উপজেলার থান্দারপাড়া গ্রামে। স্বামীর নাম মোজাহার আলী। মোজাহার প্রায় ৩৩ বছর আগে মারা গেছেন। বেদেনা দুই সন্তানের মা ছিলেন। গ্রেপ্তার পুত্রবধূর নাম কণিকা খাতুন (২৯)। কণিকা ছাড়াও তাঁর সতিনের মেয়ে (১৪) ও দেবরের ছেলেকে (১৬) গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কণিকা ও সতিনের মেয়েকে গত শনিবার গ্রেপ্তারের পর রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে তারা দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। অপর আসামি কণিকার দেবরের ছেলেকে আজ বুধবার গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বাদী কণিকার স্বামী রিপন আলী। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এসব তথ্য জানিয়েছেন। ওসি বলেন, শাশুড়ির সঙ্গে কণিকার মনোমালিন্য ছিল। ঘটনার দিন তাঁর সঙ্গে ঝগড়াও হয়েছিল। এর জের ধরেই তিনি শাশুড়িকে হত্যার পরিকল্পনা করেন। ইফতারির সময় পরিকল্পনামাফিক তিনি শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সৎমেয়েকে বলেন, ‘এই শরবত তোমার দাদিকে দাও।’ সে প্রথমে রাজি হয়নি। বলে, ‘তুমিই দাও।’ তখন কণিকা বলেন, তাঁর সঙ্গে ঝগড়া হয়েছে, তিনি দিলে খাবেন না। তখন তাঁর সতিনের মেয়ে দাদির হাতে শরবতের গ্লাস তুলে দেয়।
শরবত পানের পরপরই ঘুমিয়ে পড়েন বেদেনা বেওয়া। এরপর কণিকা ওড়না দিয়ে শাশুড়ির দুই হাত খাটের সঙ্গে বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দেবরের ছেলেকে ডাকেন। সে তাঁর বিশ্বস্ত। ডাকলেই আসে। তাকে ডেকে প্রথমে কেক খেতে দেন। এরপর তার সহযোগিতা চান। তিনজন মিলে লাশ বস্তায় ভরে দেয়ালের ওপর দিয়ে কবরস্থানে ফেলে দেন। গত শুক্রবার লাশের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় এক ব্যক্তি সরকারি জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে জানায়।
এরপর পুঠিয়া থানার পুলিশ ডোম ডেকে বস্তার মুখ খুললে বেদেনার লাশ বেরিয়ে আসে। পরদিন শনিবার পুলিশ রিপন ও তাঁর স্ত্রী কণিকাকে থানায় মামলা করার জন্য ডাকে। তারা থানায় যাওয়ার পর রিপন ও তাঁর স্ত্রীকে পুলিশ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে কণিকা ঘটনার কথা স্বীকার করেন। তাঁর কথা অনুযায়ী বাড়ি থেকে তাঁর সতিনের মেয়েকে থানায় নিয়ে আসা হয়। তাঁদের দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তাঁরা দুজনই পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আজ বুধবার পুলিশ কণিকার দেবরের ছেলেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সেও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার বাদী ও বেদেনা বেওয়ার ছেলে রিপন আলী লাশ উদ্ধারের দিন জানিয়েছিলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। মাকে নিয়ে থান্দারপাড়ায় থাকেন। সেদিন বাইরে থেকে বাড়ি এসে জানতে পারেন, তাঁর মা বাড়ি থেকে একটু দূরে বানেশ্বর বাজারে গেছেন। বাজার থেকে তাঁর ভাগনেকে আনতে যাওয়ার কথা বলে যান। পরে ভাগনে একাই বাড়ি এসেছে, কিন্তু মা ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে মাকে না পেয়ে গত বৃহস্পতিবার পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রিপন আরও বলেন, যে গোরস্থানে মায়ের লাশ পাওয়া গেছে, সেটি তাঁর বাসার পাশেই। গত বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে কবরস্থানে অনেকে কবর জিয়ারত করতে যান। কিন্তু তখন সেখানে কোনো লাশ ছিল না। শুক্রবার দুপুরের পর গন্ধ পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বস্তাবন্দী লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে তিনি গিয়ে মায়ের লাশ শনাক্ত করেন।
আজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
২১ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১০ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১০ ঘণ্টা আগে