আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষ সময়ে আরও একজন প্রার্থী বাড়ছে। নাজমা আখতার লাকী নামের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাজমা আক্তার লাকী বেলা ৩টা পর্যন্ত তাঁর মনোনয়নপত্র জমা দেননি বলে জানান তিনি।
নাজমা আখতার লাকী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। আগামী ৮ মে প্রথম ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনলাইন জটিলতায় নাজমা আখতার লাকী গত ১৫ এপ্রিল নির্ধারিত সময়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। এ ঘটনায় তিনি উচ্চ আদালতে রিট করেন। গত ২৩ এপ্রিল হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের দুই দিনের মধ্যে তাঁর মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। তা ছাড়া তাঁর মনোনয়নপত্র জমা না নেওয়ার ব্যর্থতার বিষয়ে নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিবালয়ের সচিব, জয়পুরহাট রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং ও আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়।
আদেশের কপি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়। এরপর রিটার্নিং কর্মকর্তা রিটের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনে জানান। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত না পাওয়ায় নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা। এরপর গতকাল মঙ্গলবার নাজমা আখতার লাকী আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন। আজ দুপুরের পর রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র জমা নিতে তাঁর বাড়িতে লোক পাঠান। নাজমা আখতার লাকী ঢাকায় থাকায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
যোগাযোগ করা হলে নাজমা আখতার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ আদালত দুই দিনের মধ্যে আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র নেননি। আজ উচ্চ আদালতকে বিষয়টি জানানো হয়েছে। আদালত আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ অমান্য করায় রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নাজমা আখতার লাকীর চেয়ারম্যান পদে প্রার্থিতা গ্রহণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রার্থিতা গ্রহণের জন্য নাজমা আখতার লাকীর বাড়িতে লোক পাঠিয়েছিলাম। নাজমা আখতারের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। তিনি এখন পর্যন্ত (বিকেল) জমা দিতে আসেননি।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষ সময়ে আরও একজন প্রার্থী বাড়ছে। নাজমা আখতার লাকী নামের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাজমা আক্তার লাকী বেলা ৩টা পর্যন্ত তাঁর মনোনয়নপত্র জমা দেননি বলে জানান তিনি।
নাজমা আখতার লাকী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। আগামী ৮ মে প্রথম ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনলাইন জটিলতায় নাজমা আখতার লাকী গত ১৫ এপ্রিল নির্ধারিত সময়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। এ ঘটনায় তিনি উচ্চ আদালতে রিট করেন। গত ২৩ এপ্রিল হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের দুই দিনের মধ্যে তাঁর মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। তা ছাড়া তাঁর মনোনয়নপত্র জমা না নেওয়ার ব্যর্থতার বিষয়ে নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিবালয়ের সচিব, জয়পুরহাট রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং ও আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়।
আদেশের কপি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়। এরপর রিটার্নিং কর্মকর্তা রিটের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনে জানান। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত না পাওয়ায় নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা। এরপর গতকাল মঙ্গলবার নাজমা আখতার লাকী আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন। আজ দুপুরের পর রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র জমা নিতে তাঁর বাড়িতে লোক পাঠান। নাজমা আখতার লাকী ঢাকায় থাকায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
যোগাযোগ করা হলে নাজমা আখতার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ আদালত দুই দিনের মধ্যে আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র নেননি। আজ উচ্চ আদালতকে বিষয়টি জানানো হয়েছে। আদালত আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ অমান্য করায় রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নাজমা আখতার লাকীর চেয়ারম্যান পদে প্রার্থিতা গ্রহণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রার্থিতা গ্রহণের জন্য নাজমা আখতার লাকীর বাড়িতে লোক পাঠিয়েছিলাম। নাজমা আখতারের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। তিনি এখন পর্যন্ত (বিকেল) জমা দিতে আসেননি।’
ডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩২ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে