বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার রাতে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক হোসেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার খলিফার ছেলে। তিনি উপজেলার বিভিন্ন হাটে শীতের কাপড় বিক্রি করতেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন হৃদয় (২২) ও সমেদ আলী শেখের ছেলে এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক হেকমত আলী শেখ (৬১)।
আহত অটোভ্যানের চালক হেকমত আলী বলেন, ‘আমরা উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রি করে বাড়ি ফেরার পথে কয়েন বাজার এলাকায় পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে আমিসহ তিনজন আহত হই। আমাদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার রাতে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক হোসেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার খলিফার ছেলে। তিনি উপজেলার বিভিন্ন হাটে শীতের কাপড় বিক্রি করতেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন হৃদয় (২২) ও সমেদ আলী শেখের ছেলে এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক হেকমত আলী শেখ (৬১)।
আহত অটোভ্যানের চালক হেকমত আলী বলেন, ‘আমরা উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রি করে বাড়ি ফেরার পথে কয়েন বাজার এলাকায় পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে আমিসহ তিনজন আহত হই। আমাদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
২২ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৩৫ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে