প্রতিনিধি, পাবনা
সারা দেশের মতো পাবনায়ও আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সকাল থেকেই থেমে থেমে চলছে মুষলধারে বৃষ্টি। লকডাউন আর বৃষ্টির কারণে বাইরে মানুষের চলাচল খুব একটা দেখা যায়নি। বিনা প্রয়োজনে যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁদের প্রশাসনের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে।
দুপুরে সরেজমিনে পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক ও বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসােনা হয়েছে। সড়কে পথচারী বা যান চলাচল তেমন একটা চোখে পড়েনি। অলিগলিতে দুই–চারজনকে ঘোরাঘুরি করতে দেখা গেলেও পুলিশি তৎপরতায় তাঁদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। ওষুধ, কাঁচামাল ও মুদিদোকান খোলা রয়েছে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে, প্রথম দিনের কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি টহলে রয়েছে র্যাব, চার প্লাটুন বিজিবির সদস্য ও সেনাবাহিনীর তিনটি দল।
দুপুর ১২টায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনের সবাই মাঠে রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সবার সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে আমাদের করোনা থেকে রক্ষা করতে। তাই সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না।’
সারা দেশের মতো পাবনায়ও আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর ‘লকডাউন’ শুরু হয়েছে। সকাল থেকেই থেমে থেমে চলছে মুষলধারে বৃষ্টি। লকডাউন আর বৃষ্টির কারণে বাইরে মানুষের চলাচল খুব একটা দেখা যায়নি। বিনা প্রয়োজনে যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁদের প্রশাসনের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে।
দুপুরে সরেজমিনে পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক ও বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসােনা হয়েছে। সড়কে পথচারী বা যান চলাচল তেমন একটা চোখে পড়েনি। অলিগলিতে দুই–চারজনকে ঘোরাঘুরি করতে দেখা গেলেও পুলিশি তৎপরতায় তাঁদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। ওষুধ, কাঁচামাল ও মুদিদোকান খোলা রয়েছে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে, প্রথম দিনের কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি টহলে রয়েছে র্যাব, চার প্লাটুন বিজিবির সদস্য ও সেনাবাহিনীর তিনটি দল।
দুপুর ১২টায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনের সবাই মাঠে রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সবার সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে আমাদের করোনা থেকে রক্ষা করতে। তাই সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না।’
বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া, পৃথক এক ঘটনায় চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পোস্টে।
৯ মিনিট আগেকুষ্টিয়ার মিরপুরে রড বোঝাই ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রলি চালককে আটক করেছে।
১৫ মিনিট আগেমালদ্বীপের সঙ্গে শিগগিরই বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। আজ বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ সাক্ষাৎ করতে এলে আলোচনার একপর্যায়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
২২ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে