Ajker Patrika

কুয়াশায় বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৬: ০৫
কুয়াশায় বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ২

ঘন কুয়াশার মধ্যে পাবনার ঈশ্বরদীতে বাসের ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নে কোলেরকান্দি বটতলার কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পাবনা শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুন্ডু (৪০) ও ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম উদ্দিন (৪২)। 

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ সান্যাল আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজন মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আরও কয়েকজন সহকর্মীর সঙ্গে তাঁরা ঈশ্বরদী ইপিজেডে যাচ্ছিলেন। সেখানকার একটি কারখানায় তাঁরা কাজ করতেন। 

ঘটনার বর্ণনা দিয়ে ওসি আশীষ সান্যাল বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে লালন শাহ লিংক সড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাস। সেটার সঙ্গে ইপিজেডমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা ইপিজেডের বেশ কয়েকজন কর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত