প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)
টিকটক শুটিংয়ের নামে অশ্লীলতার অভিযোগে হাসমত আলী (২৫) নামের এক যুবককে পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহীর পুঠিয়ার এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পচামাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
জানা যায়, কিছুদিন ধরে এলাকায় টিকটক ভিডিওর জন্য শুটিং করছেন শিলমাড়িয়া ইউনিয়নের আজহার আলীর ছেলে হাসমত আলী। এ শুটিংয়ে ছেলে ও মেয়ে একত্রে শুটিং করায় ক্ষুব্ধ হন শিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন। পরে ৭ থেকে ৮ জন লোক নিয়ে হাসমতকে মারধর করেন তিনি।
হাসমত আলী বলেন, 'আমি শর্টফিল্ম তৈরি করি। এ কারণে ফারুক মেম্বার আমার ওপর হামলা করছেন। গতকাল দুপুরে পচামাড়িয়া বাজারে বন্ধুদের সঙ্গে বসে ছিলাম। সে সময় লোকজন নিয়ে এসে তিনি আমাকে পিটিয়েছেন। ফারুক মেম্বার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।'
এ বিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, 'হাসমত আলী টিকটক তৈরির নামে এলাকার পরিবেশ নষ্ট করছে। কয়েক মাস থেকে গ্রামের রাস্তা-ঘাটে মেয়েদের নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করছে। গ্রামে এসব কর্মকাণ্ড বন্ধ করতে অনেকবার নিষেধ করা হলেও সে কারও কথাই মানছে না। যার কারণে গ্রামের লোকজন তাকে দুই-চারটা চড় থাপ্পড় মেরেছে।'
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, 'মারধরের বিষয়টি আহত হাসমত আলীর বাবা ফোনে আমাকে জানিয়েছেন। আমি তাঁকে আগে চিকিৎসা করাতে বলেছি।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিকটক শুটিংয়ের নামে অশ্লীলতার অভিযোগে হাসমত আলী (২৫) নামের এক যুবককে পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহীর পুঠিয়ার এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পচামাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
জানা যায়, কিছুদিন ধরে এলাকায় টিকটক ভিডিওর জন্য শুটিং করছেন শিলমাড়িয়া ইউনিয়নের আজহার আলীর ছেলে হাসমত আলী। এ শুটিংয়ে ছেলে ও মেয়ে একত্রে শুটিং করায় ক্ষুব্ধ হন শিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন। পরে ৭ থেকে ৮ জন লোক নিয়ে হাসমতকে মারধর করেন তিনি।
হাসমত আলী বলেন, 'আমি শর্টফিল্ম তৈরি করি। এ কারণে ফারুক মেম্বার আমার ওপর হামলা করছেন। গতকাল দুপুরে পচামাড়িয়া বাজারে বন্ধুদের সঙ্গে বসে ছিলাম। সে সময় লোকজন নিয়ে এসে তিনি আমাকে পিটিয়েছেন। ফারুক মেম্বার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।'
এ বিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, 'হাসমত আলী টিকটক তৈরির নামে এলাকার পরিবেশ নষ্ট করছে। কয়েক মাস থেকে গ্রামের রাস্তা-ঘাটে মেয়েদের নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করছে। গ্রামে এসব কর্মকাণ্ড বন্ধ করতে অনেকবার নিষেধ করা হলেও সে কারও কথাই মানছে না। যার কারণে গ্রামের লোকজন তাকে দুই-চারটা চড় থাপ্পড় মেরেছে।'
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, 'মারধরের বিষয়টি আহত হাসমত আলীর বাবা ফোনে আমাকে জানিয়েছেন। আমি তাঁকে আগে চিকিৎসা করাতে বলেছি।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১৪ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১৮ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৮ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে