লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন অবরোধ, ভাঙচুর ও স্টেশনমাস্টারকে মারধরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার আজিমনগর স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা করেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ির মৃত শফিউল আলমের ছেলে মো. নাদিম আলম (৩০), কালুপাড়ার মো. হযরত আলীর ছেলে আহমেদ রেদুয়ান (১৮), মধুবাড়ির বদরুদ্দোজা সরকারের ছেলে শরিফুল কবির সজীব (৩৪) ও গোপালপুর বাজারপাড়ার সরোয়ার হোসেনে ছেলে আব্দুল মমিন (১৯)।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বিক্ষোভকারীরা স্টেশন কাউন্টার ও যন্ত্রপাতি ভাঙচুর, স্টেশনমাস্টারকে মারধর করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাৎক্ষণিক স্টেশনের সব কার্যক্রম স্থগিত করা হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আজিমনগর স্টেশনের আগে ২০১৩, ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২ সালে বন্ধ ঘোষণা করা হয়। এরপর গতকাল ষষ্ঠবারের মতো আবারও স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। এই স্টেশন দিয়ে আন্তনগর, মেইল, লোকাল ও মালবাহী ৬০টি ট্রেন প্রতিদিন যাতায়াত করে। দিনপ্রতি ট্রেনে দেড় হাজার যাত্রী যাতায়াত করে।
নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন অবরোধ, ভাঙচুর ও স্টেশনমাস্টারকে মারধরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার আজিমনগর স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা করেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ির মৃত শফিউল আলমের ছেলে মো. নাদিম আলম (৩০), কালুপাড়ার মো. হযরত আলীর ছেলে আহমেদ রেদুয়ান (১৮), মধুবাড়ির বদরুদ্দোজা সরকারের ছেলে শরিফুল কবির সজীব (৩৪) ও গোপালপুর বাজারপাড়ার সরোয়ার হোসেনে ছেলে আব্দুল মমিন (১৯)।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বিক্ষোভকারীরা স্টেশন কাউন্টার ও যন্ত্রপাতি ভাঙচুর, স্টেশনমাস্টারকে মারধর করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাৎক্ষণিক স্টেশনের সব কার্যক্রম স্থগিত করা হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আজিমনগর স্টেশনের আগে ২০১৩, ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২ সালে বন্ধ ঘোষণা করা হয়। এরপর গতকাল ষষ্ঠবারের মতো আবারও স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। এই স্টেশন দিয়ে আন্তনগর, মেইল, লোকাল ও মালবাহী ৬০টি ট্রেন প্রতিদিন যাতায়াত করে। দিনপ্রতি ট্রেনে দেড় হাজার যাত্রী যাতায়াত করে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
১ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে