Ajker Patrika

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃদ্ধ মাকে ঘরে তুলে নিলেন ছেলে

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২: ৫৩
গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃদ্ধ মাকে ঘরে তুলে নিলেন ছেলে

আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পর পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ মা সাহিদা খাতুনকে ঘরে তুলে নিয়েছেন ছেলে শাহ আলম। থানা-পুলিশের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বৃদ্ধাকে তাঁর স্বামীর ভিটায় ছেলের হেফাজতে দেওয়া হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, মেয়েকে জমি লিখে দেওয়ার জেরে গত ১৫ অক্টোবর থেকে সাঁথিয়ার ধোপাদাহ ইউনিয়নের চক মধুপুর গ্রামে বৃদ্ধ মা শাহিদা খাতুনকে বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না ছেলে শাহ্ আলম। এরপর গত বুধবার এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, পত্রিকায় সংবাদ প্রচারের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এলাকায়। বিষয়টি নজর কাড়ে প্রশাসনেরও। সাঁথিয়া থনার পুলিশের উদ্যোগে শুক্রবার সন্ধ্যার দিকে সাঁথিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় মা শাহীদা খাতুন ও ছেলে শাহ্ আলমের ঘরোয়াভাবে মিল করে দেওয়া হয়। এ সময় বাড়িতে তুলে দেওয়া হয় শাহীদা খাতুনকে। মা ও ছেলে ঝগড়া না করে একসঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় বৃদ্ধাকে তাঁর ছেলের হেফাজত রাখা হয়েছে বলে জানায় পুলিশ। গত চার দিন বাড়ির সামনে অবস্থান করছিলেন শাহিদা খাতুন। 

বৃদ্ধ সাহিদা খাতুন জানান, স্বামীর বসতভিটায় ঠাঁই হওয়ায় অতীতের সব বিবাদ ভুলে ছেলে, ছেলের বউ ও নাতিদের নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করবেন। 

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার থানার এসআই ইকবালের মাধ্যমে বৃদ্ধ মাকে বাড়িতে তুলে দিয়েছি। মা ছেলের সঙ্গে থাকতে রাজি হয়েছেন। বৃদ্ধাকে তাঁর ছেলের হেফাজত রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত