Ajker Patrika

রাজশাহীতে সড়ক বিভাজকের ১২৫টি গাছ কাটল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২২: ০৮
রাজশাহীতে সড়ক বিভাজকের ১২৫টি গাছ কাটল দুর্বৃত্তরা

রাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে থাকা ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে আরও ৫০টি গাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আজ বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। 

দুর্বৃত্তরা এসব গাছ কেটে ফেলার পর আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশকে দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দেন এবং স্থায়ী বাসিন্দাদের সজাগ থাকার অনুরোধ জানান তিনি। 

রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, রাসিক মেয়রের দিকনির্দেশনায় নগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছে। পরিবেশকর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। আজ সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কারা বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকের ১২৫টি বিভিন্ন কেটে ফেলেছে।

সড়ক বিভাজকে কাটা গাছএর মধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ রয়েছে বলে জানান তিনি। 

এ ছাড়া আরও ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ করা হয়েছে। 

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। এটা মামলা হিসেবে রেকর্ড প্রক্রিয়াধীন। কে গাছ কেটেছে সেটি আমরা তদন্ত করে দেখছি। আশা করছি দ্রুতই দুর্বৃত্তদের শনাক্ত করা যাবে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত