Ajker Patrika

খুলনায় বাটা, ডমিনোজ ও কেএফসিতে হামলা-লুটপাট: ৩ মামলায় আসামি ২৯০০

খুলনা প্রতিনিধি
খুলনায় ডমিনোজে হামলা ও লুটপাট চালানো হয়। ছবি: সংগৃহীত
খুলনায় ডমিনোজে হামলা ও লুটপাট চালানো হয়। ছবি: সংগৃহীত

খুলনায় বাটা, ডমিনোজ ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হওয়া এসব মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ২৯০০ জনকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

বাটা শোরুমের ম্যানেজার তৌহিদুল ইসলামের করা মামলায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০, কেএফসি ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় ৭০০ থেকে ৮০০ এবং ডমিনোজ পিৎজার ম্যানেজার শামসুল আলমের করা মামলায় ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক তিন মামলার বাদীরা তাঁদের মামলার এজাহারে নিজ প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন।

খুলনায় বাটা শোরুমে হামলা ও লুটপাট চালানো হয়। ছবি: সংগৃহীত
খুলনায় বাটা শোরুমে হামলা ও লুটপাট চালানো হয়। ছবি: সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানের কাছে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা, একাধিক গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশের অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইবাছাই করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে যে ৩১ জনকে আটক করা হয়েছিল, পৃথক তিন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে একদল বিক্ষুব্ধ জনতা কেএফসি, বাটা শোরুম ও ডমিনোজ পিৎজায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত