নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে একটি আমবাগানে ফেনসিডিল হাতবদল হওয়ার গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে আগে থেকেই গাছে উঠে বসে ছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে যথা সময়ে বাগানে একটি গাছের নিচে ফেনসিডিল হাতবদল করছিলেন ভারতীয় এক নাগরিক। তখনই খেলেন ধরা।
আজ বুধবার ভোরে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ও বাংলাদেশি দুই কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসবে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল বাঘার একটি আমবাগানে গ্রহণ করবেন। এ তথ্য পেয়ে ওই বাগানে গিয়ে ডিবি পুলিশের সদস্যরা আমগাছে ওঠেন, অপেক্ষা করতে থাকেন। ভোররাতে ভারতীয় নাগরিক জামরুল ফেনসিডিল এনে বাঘার মাদক কারবারিদের কাছে বস্তাগুলো হস্তান্তর করছিলেন। এ সময় ডিবি সদস্যরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় নাগরিক জামরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এর আগেও তিনি অনেকবার ফেনসিডিলের বড় বড় চালান বাংলাদেশে এনেছিলেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। তিনি ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন। এই চালানটিও এভাবে এনেছিলেন।’
এসপি মাসুদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশি মাদক কারবারি চপল দীর্ঘদিন ধরেই ফেনসিডিলের কারবার করে আসছেন। তিনি বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর নামে বাঘা থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় ভারতীয় নাগরিক জামরুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে জামরুলের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহীতে একটি আমবাগানে ফেনসিডিল হাতবদল হওয়ার গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে আগে থেকেই গাছে উঠে বসে ছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে যথা সময়ে বাগানে একটি গাছের নিচে ফেনসিডিল হাতবদল করছিলেন ভারতীয় এক নাগরিক। তখনই খেলেন ধরা।
আজ বুধবার ভোরে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ও বাংলাদেশি দুই কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাগমারি গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান আসবে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেনসিডিল বাঘার একটি আমবাগানে গ্রহণ করবেন। এ তথ্য পেয়ে ওই বাগানে গিয়ে ডিবি পুলিশের সদস্যরা আমগাছে ওঠেন, অপেক্ষা করতে থাকেন। ভোররাতে ভারতীয় নাগরিক জামরুল ফেনসিডিল এনে বাঘার মাদক কারবারিদের কাছে বস্তাগুলো হস্তান্তর করছিলেন। এ সময় ডিবি সদস্যরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেলেও দুজনকে আটক করা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় নাগরিক জামরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এর আগেও তিনি অনেকবার ফেনসিডিলের বড় বড় চালান বাংলাদেশে এনেছিলেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। তিনি ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন। এই চালানটিও এভাবে এনেছিলেন।’
এসপি মাসুদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশি মাদক কারবারি চপল দীর্ঘদিন ধরেই ফেনসিডিলের কারবার করে আসছেন। তিনি বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর নামে বাঘা থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় ভারতীয় নাগরিক জামরুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের দায়ে জামরুলের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে ফেরার চেষ্টা করছিলেন। এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ শিশুসহ ২১ বাংলাদেশিকে আটক করা হয়।
৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শরমিনের ব্যর্থতা তুলে ধরে তাঁর বিরুদ্ধে ২০টি অভিযোগ উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তাঁদের চারটি দাবি পূরণে দুই দিনের আলটিমেটাম দেন উপাচার
২৯ মিনিট আগেরাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি। তাঁরা হলেন মাহাথির হাসান ও আল কামাল শেখ। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের খাস কামরায় জবানবন্দি দেন আসা
৩৪ মিনিট আগেউপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি মেনে নেওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।
৩৭ মিনিট আগে