চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও তাঁর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ রাজশাহীতে নেওয়া হয়েছে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন করা হবে।
শিবগঞ্জের কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও তাঁর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ রাজশাহীতে নেওয়া হয়েছে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন করা হবে।
শিবগঞ্জের কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই।
বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাঁশ ধরে সমুদ্রে ঘণ্টাখানেক ভেসে থাকা সাত নাবিক ও স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডটি ডুবে যায়
৭ মিনিট আগেদেশের একমাত্র শৈলদ্বীপ কক্সবাজারের মহেশখালী। এই দ্বীপ উপজেলার আরেক বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া। ১০ হাজার একর আয়তনের দ্বীপটিতে একসঙ্গে সুন্দরবন ও সাগরের নয়নাবিরাম দৃশ্য দেখতে পারেন ভ্রমণপিপাসুরা।
২১ মিনিট আগেপুলিশ জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে কুমিল্লার আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবদুল মোমিন। সেখানে তিনি দাবি করেছেন, পারিবারিক কলহ ও তাঁর ১৩০ বছর বয়সী মা আতর বানুর সেবাযত্ন করতে অনীহা প্রকাশ করায় কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা
৩০ মিনিট আগেপাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল, কর্মকর্তা–কর্মচারীর যোগসাজশে গ্রাহক হয়রানি, জিম্মি করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে প্রাথমিকভাবে গ্রাহক হয়রানি ও অফিস
৩৭ মিনিট আগে