নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী শহরের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত অটোরিকশা। প্রয়োজনের অতিরিক্ত অটোরিকশা চলে ছোট্ট এই শহরটিতে। এ অবস্থায় যানজট কমাতে এক কৌশল বের করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। অটোরিকশাগুলোকে মেরুন ও সবুজ—দুই রং করতে বাধ্য করা হয়। তারপর শিফট ভাগ করে অটোরিকশা চলাচল করতে দেওয়া হয়। তাতে শহরের যানজট কিছুটা কমে। কিন্তু এখন আবার সব অটোরিকশা একসঙ্গে চলছে সড়কে। ফলে শহরে অটো জট স্থায়ী রূপ নিয়েছে।
ট্রাফিক পুলিশ কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকে শুধু আগের নিয়মে শিফট মেনে অটোরিকশা চালানোর অনুরোধ জানানো হয়েছে। যারা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না। সিটি করপোরেশন বলছে, পুলিশের ট্রাফিক বিভাগ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তবে পুলিশ কিছুটা সময় নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করতে চায়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগের সব অটোরিকশার নিবন্ধন বাতিল করে ২০২১ সালে নতুন করে ৮ হাজার ৯০০টির নিবন্ধন দেওয়া হয়। কিন্তু শহরে ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে প্রায় ৩০ হাজার। এ ছাড়া অগণিত ব্যাটারিচালিত রিকশা আছে। ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন আছে মাত্র ১৪ হাজার ২৬২টির। এই রিকশা-অটোরিকশা একসঙ্গে শহরে নামলে যানজট দেখা দেয়। তাই ২০১৯ সালের দিকে অটোরিকশাগুলোর সময় ভাগ করে দেওয়া হয়। মাসের প্রথম সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং বেলা আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত সবুজ রঙের অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত হয়। আর পরের সপ্তাহে সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত সবুজ এবং আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা চলাচল করার কথা। এত দিন এভাবেই চলছিল।
কিন্তু গত ৫ আগস্টের পর পুলিশ ও সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়লে সব রিকশা-অটোরিকশা একসঙ্গে নেমে পড়ছে রাস্তায়। যার যখন খুশি, তখন রাস্তায় নেমে পড়ার কারণে শহরের প্রায় প্রতিটি এলাকায় দেখা দিয়েছে যানজট। আজ রোববার নগরের সাহেববাজার, গণকপাড়া, রেলগেট, শিরোইল বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, দুই রঙের অটোরিকশাই চলাচল করছে। ফলে এসব এলাকায় তুমুল অটো জট দেখা দিচ্ছে।
রেলগেট এলাকায় অটোরিকশাচালক জুলফিকার আলী বলেন, ‘এখন আর টাইম-মাইম নাই। যার যখন খুশি গাড়ি চালাচ্ছে। আমিও চালাচ্ছি। গাড়ি চললে ব্যাটারিগুলো ভালো থাকে। দুই পয়সা আয়-রোজগারও হয়। এখন সবাই একসঙ্গে গাড়ি চালাচ্ছে বলে আমিও চালাচ্ছি। প্রশাসন যদি আবার কড়াকড়ি শুরু করে তাহলে তখন আবার নিয়ম মেনেই চালাতে হবে।’
রেলগেট এলাকায় কথা হয় শালবাগান এলাকার বাসিন্দা সাবিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘শহরটা তো ছোট। এই ছোট শহরে এত রিকশা-অটোরিকশার প্রয়োজন নাই। কিন্তু গাড়ির সংখ্যা হয়ে গেছে অতিরিক্ত। যারা রাস্তায় রিকশা-অটোরিকশা চালাচ্ছে, তারাও বাধ্য হয়েই রাস্তায় নেমেছে। এখানে তো আর তেমন কর্মসংস্থানেরও ব্যবস্থা নেই। আগে যেভাবে দুই শিফটে গাড়িগুলো চলত, সেভাবে চললেই ভালো হয়। তাহলে যানজট কম হবে।’
জানতে চাইলে সিটি করপোরেশনের লাইসেন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আমরা আগে মাঝেমধ্যে রাস্তায় অবস্থান নিয়ে লাইসেন্স চেক করতাম। অনেক নম্বরের বিপরীতে একাধিক গাড়ি চলে, কিংবা লাইসেন্স নেই এ রকম গাড়ি পেলে জব্দ করতাম। আর নির্ধারিত শিফট অমান্য করে গাড়ি চালালে ব্যবস্থা নিত পুলিশ। এখন সব কার্যক্রমই বন্ধ। আমাদের আরও সময় লাগবে। এখন আমরা সতর্ক করতে মাইকিং করছি। দ্রুতই হয়তো ট্রাফিক পুলিশ নিয়ম অমান্যকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার নূর আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসের বেশি সময় ধরে মানুষ যার যেভাবে ইচ্ছা, সেভাবে চলছে। আমরা মোটিভেশনাল পর্যায়ে আছি। তাদের বোঝাচ্ছি। এখনো মামলা পর্যায়ে যাচ্ছি না। এক মাসের বেশি সময় ধরে ট্রাফিক আইনে কোনো মামলাও হয়নি। মামলা দেওয়ার জন্য আমাদের কজ মেশিনের দরকার হয়। ৫ আগস্ট আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়। কিছু কজ মেশিন পুড়ে গেছে, কিছু নষ্ট হয়েছে এবং কিছু ভালো আছে। আমরা গুছিয়ে ওঠার চেষ্টা করছি। সবকিছু একটু স্বাভাবিক পর্যায়ে এলে আমরা আমার ব্যবস্থা নেওয়া শুরু করব।’
রাজশাহী শহরের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত অটোরিকশা। প্রয়োজনের অতিরিক্ত অটোরিকশা চলে ছোট্ট এই শহরটিতে। এ অবস্থায় যানজট কমাতে এক কৌশল বের করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। অটোরিকশাগুলোকে মেরুন ও সবুজ—দুই রং করতে বাধ্য করা হয়। তারপর শিফট ভাগ করে অটোরিকশা চলাচল করতে দেওয়া হয়। তাতে শহরের যানজট কিছুটা কমে। কিন্তু এখন আবার সব অটোরিকশা একসঙ্গে চলছে সড়কে। ফলে শহরে অটো জট স্থায়ী রূপ নিয়েছে।
ট্রাফিক পুলিশ কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকে শুধু আগের নিয়মে শিফট মেনে অটোরিকশা চালানোর অনুরোধ জানানো হয়েছে। যারা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না। সিটি করপোরেশন বলছে, পুলিশের ট্রাফিক বিভাগ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তবে পুলিশ কিছুটা সময় নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করতে চায়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগের সব অটোরিকশার নিবন্ধন বাতিল করে ২০২১ সালে নতুন করে ৮ হাজার ৯০০টির নিবন্ধন দেওয়া হয়। কিন্তু শহরে ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে প্রায় ৩০ হাজার। এ ছাড়া অগণিত ব্যাটারিচালিত রিকশা আছে। ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন আছে মাত্র ১৪ হাজার ২৬২টির। এই রিকশা-অটোরিকশা একসঙ্গে শহরে নামলে যানজট দেখা দেয়। তাই ২০১৯ সালের দিকে অটোরিকশাগুলোর সময় ভাগ করে দেওয়া হয়। মাসের প্রথম সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং বেলা আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত সবুজ রঙের অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত হয়। আর পরের সপ্তাহে সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত সবুজ এবং আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা চলাচল করার কথা। এত দিন এভাবেই চলছিল।
কিন্তু গত ৫ আগস্টের পর পুলিশ ও সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়লে সব রিকশা-অটোরিকশা একসঙ্গে নেমে পড়ছে রাস্তায়। যার যখন খুশি, তখন রাস্তায় নেমে পড়ার কারণে শহরের প্রায় প্রতিটি এলাকায় দেখা দিয়েছে যানজট। আজ রোববার নগরের সাহেববাজার, গণকপাড়া, রেলগেট, শিরোইল বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, দুই রঙের অটোরিকশাই চলাচল করছে। ফলে এসব এলাকায় তুমুল অটো জট দেখা দিচ্ছে।
রেলগেট এলাকায় অটোরিকশাচালক জুলফিকার আলী বলেন, ‘এখন আর টাইম-মাইম নাই। যার যখন খুশি গাড়ি চালাচ্ছে। আমিও চালাচ্ছি। গাড়ি চললে ব্যাটারিগুলো ভালো থাকে। দুই পয়সা আয়-রোজগারও হয়। এখন সবাই একসঙ্গে গাড়ি চালাচ্ছে বলে আমিও চালাচ্ছি। প্রশাসন যদি আবার কড়াকড়ি শুরু করে তাহলে তখন আবার নিয়ম মেনেই চালাতে হবে।’
রেলগেট এলাকায় কথা হয় শালবাগান এলাকার বাসিন্দা সাবিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘শহরটা তো ছোট। এই ছোট শহরে এত রিকশা-অটোরিকশার প্রয়োজন নাই। কিন্তু গাড়ির সংখ্যা হয়ে গেছে অতিরিক্ত। যারা রাস্তায় রিকশা-অটোরিকশা চালাচ্ছে, তারাও বাধ্য হয়েই রাস্তায় নেমেছে। এখানে তো আর তেমন কর্মসংস্থানেরও ব্যবস্থা নেই। আগে যেভাবে দুই শিফটে গাড়িগুলো চলত, সেভাবে চললেই ভালো হয়। তাহলে যানজট কম হবে।’
জানতে চাইলে সিটি করপোরেশনের লাইসেন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আমরা আগে মাঝেমধ্যে রাস্তায় অবস্থান নিয়ে লাইসেন্স চেক করতাম। অনেক নম্বরের বিপরীতে একাধিক গাড়ি চলে, কিংবা লাইসেন্স নেই এ রকম গাড়ি পেলে জব্দ করতাম। আর নির্ধারিত শিফট অমান্য করে গাড়ি চালালে ব্যবস্থা নিত পুলিশ। এখন সব কার্যক্রমই বন্ধ। আমাদের আরও সময় লাগবে। এখন আমরা সতর্ক করতে মাইকিং করছি। দ্রুতই হয়তো ট্রাফিক পুলিশ নিয়ম অমান্যকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার নূর আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসের বেশি সময় ধরে মানুষ যার যেভাবে ইচ্ছা, সেভাবে চলছে। আমরা মোটিভেশনাল পর্যায়ে আছি। তাদের বোঝাচ্ছি। এখনো মামলা পর্যায়ে যাচ্ছি না। এক মাসের বেশি সময় ধরে ট্রাফিক আইনে কোনো মামলাও হয়নি। মামলা দেওয়ার জন্য আমাদের কজ মেশিনের দরকার হয়। ৫ আগস্ট আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়। কিছু কজ মেশিন পুড়ে গেছে, কিছু নষ্ট হয়েছে এবং কিছু ভালো আছে। আমরা গুছিয়ে ওঠার চেষ্টা করছি। সবকিছু একটু স্বাভাবিক পর্যায়ে এলে আমরা আমার ব্যবস্থা নেওয়া শুরু করব।’
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২২ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে