বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে জীবন নাহার (৩০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল আবেদুর রহমানসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন নিহত জীবন নাহারের স্বামী পলাশ হোসেন।
মামলার আসামিরা হলেন বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামের বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ কনস্টেবল আবেদুর রহমান, তাঁর ছেলে কনক ও দুই ভাই বিপ্লব ও জহুরল।
মামলার উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পুলিশ সদস্য আবেদুরের সঙ্গে নিহত জীবন নাহারের স্বামী পলাশের ২ শতক জমি নিয়ে মামলা চলে আসছিল। এ নিয়ে আবেদুর ছুটিতে গ্রামে এসে হুমকি-ধমকি দিতেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জীবন নাহার মাঠ থেকে বাড়ি ফেরার সময় আবেদুরসহ তাঁর দুই ভাই বিপ্লব, জহুরল ও ছেলে কনক জীবন নাহারকে ধরে পাশের আমবাগানে নিয়ে যান। সেখানে বাঁশ দিয়ে পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জীবন নাহারকে মৃত ঘোষণা করে।
এদিকে জীবন নাহারের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটিতে বাড়ি আসা পুলিশ সদস্য আবেদুর ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেন। তাঁদের মোবাইল ফোনও গতকাল বুধবার থেকে বন্ধ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। বগুড়া ছাড়াও বাইরের জেলায় অভিযান চলছে জড়িতদের গ্রেপ্তারের জন্য।
বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে জীবন নাহার (৩০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল আবেদুর রহমানসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন নিহত জীবন নাহারের স্বামী পলাশ হোসেন।
মামলার আসামিরা হলেন বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামের বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ কনস্টেবল আবেদুর রহমান, তাঁর ছেলে কনক ও দুই ভাই বিপ্লব ও জহুরল।
মামলার উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পুলিশ সদস্য আবেদুরের সঙ্গে নিহত জীবন নাহারের স্বামী পলাশের ২ শতক জমি নিয়ে মামলা চলে আসছিল। এ নিয়ে আবেদুর ছুটিতে গ্রামে এসে হুমকি-ধমকি দিতেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জীবন নাহার মাঠ থেকে বাড়ি ফেরার সময় আবেদুরসহ তাঁর দুই ভাই বিপ্লব, জহুরল ও ছেলে কনক জীবন নাহারকে ধরে পাশের আমবাগানে নিয়ে যান। সেখানে বাঁশ দিয়ে পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জীবন নাহারকে মৃত ঘোষণা করে।
এদিকে জীবন নাহারের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটিতে বাড়ি আসা পুলিশ সদস্য আবেদুর ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেন। তাঁদের মোবাইল ফোনও গতকাল বুধবার থেকে বন্ধ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। বগুড়া ছাড়াও বাইরের জেলায় অভিযান চলছে জড়িতদের গ্রেপ্তারের জন্য।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৬ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৯ ঘণ্টা আগে