Ajker Patrika

আক্কেলপুরে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার দাবিতে ফের মানববন্ধন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
আক্কেলপুর ইউএনও মনজুরুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদের সামনে আবারও মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
আক্কেলপুর ইউএনও মনজুরুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদের সামনে আবারও মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ফের মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এর আগে গত বুধবার একই স্থানে একই দাবিতে উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছিল।

আজ ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জাতীয়তাবাদী ফোরামের উত্তরাঞ্চলের সহতথ্য ও গবেষণা সম্পাদক ডি এম জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম কেরামত আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল ওয়াহেদ, রেজাউল করিম, জুলফিকার আলী শ্যামল প্রমুখ।

মানববন্ধনে বক্তরা আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে মনজুরুল আলম বলেন, ‘প্রশাসনে বদলি স্বাভাবিক বিষয়। রুটিনমাফিক বদলির আদেশ হয়েছে। বিভিন্ন স্তরের জনগণ আমার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। এ বিষয়ে সরকার যে আদেশ বহাল রাখবে, তা-ই চূড়ান্ত।’

উল্লেখ্য, ইউএনও মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর আক্কেলপুরে যোগদান করেন। গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে বদলি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত