শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পাঁচ ব্যাগ নরকঙ্কাল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১১টার দিকে কঙ্কাল বহনের দায়ে দুজনকে আটক করে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক রাশেদ খান (২৪) ও বেলাল হোসেন (২৮) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের ঘোগা ব্রিজের দক্ষিণে একটি চেকপোস্ট বসায়। এ সময় বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পাঁচটি ব্যাগভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করে। এ সময় এগুলো বহনকারী দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া কঙ্কালসহ আটক দুজনকে থানায় নিয়ে আসে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী ও শেরপুর থানার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে নরকঙ্কাল বিক্রির সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে তাঁরা ঢাকায় নিয়ে যান। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের ক্রেতা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আজ সকালে শেরপুর বাসস্ট্যান্ডে সারিয়াকান্দির একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে তাঁরা ব্যাগগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে কিছু দূর যাওয়ার পরে আটক হন। ব্যাগগুলোতে পাঁচটি মাথার খুলি ও ৩৩০টি ছোট-বড় মানুষের হাড় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বগুড়ার শেরপুরে পাঁচ ব্যাগ নরকঙ্কাল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১১টার দিকে কঙ্কাল বহনের দায়ে দুজনকে আটক করে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক রাশেদ খান (২৪) ও বেলাল হোসেন (২৮) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের ঘোগা ব্রিজের দক্ষিণে একটি চেকপোস্ট বসায়। এ সময় বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পাঁচটি ব্যাগভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করে। এ সময় এগুলো বহনকারী দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া কঙ্কালসহ আটক দুজনকে থানায় নিয়ে আসে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী ও শেরপুর থানার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে নরকঙ্কাল বিক্রির সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে তাঁরা ঢাকায় নিয়ে যান। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের ক্রেতা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আজ সকালে শেরপুর বাসস্ট্যান্ডে সারিয়াকান্দির একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে তাঁরা ব্যাগগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে কিছু দূর যাওয়ার পরে আটক হন। ব্যাগগুলোতে পাঁচটি মাথার খুলি ও ৩৩০টি ছোট-বড় মানুষের হাড় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগেপল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে (৬৪) কারাগারে পাঠানো হয়েছে। মামলায় তার রিমান্ড শুনানি হবে ২৪ নভেম্বর। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
১৭ মিনিট আগেবরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে নাসিমা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাসিমার স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। এরপর নাসিমা আরেকটি বিয়ে করলেও তা বেশি দিন টিকেনি। তারপর থেকে তিনি প্রায় ১০ বছর যাবৎ নিজ বাবার বাড়িতে একা বসবাস করতেন।
২৮ মিনিট আগে