Ajker Patrika

ধামইরহাটে বিদ্যুৎকর্মীর অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাটে বিদ্যুৎকর্মীর অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ডিপ টিউবয়েলের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মোতাব্বের হোসেন (৩৫) ও স্যামসন মুরমু ৫৫ নামের দুই জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে ধামইরহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জগৎনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোতাব্বের হোসেনের ছোট ভাই আব্দুল্লাহ আল রাফি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। 

মোতাব্বের হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জয় জয়পুর গ্রামের দুলাল হোসেন এবং স্যামসন মুরমু একই এলাকার সৌম্য মুরমুর
ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পার্শ্ববর্তী জগতনগর মাঠে একটি ডিপ টিউবয়েলের ঘরের ছাউনিতে তাঁরা টিন বাঁধছিলেন। আর ধামইরহাট পল্লী বিদ্যুতের কর্মী কাউসার বিদ্যুতের পোল থেকে ওই ডিপ টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় মোতাব্বের বিদ্যুতায়িত হন। একই সময় পাশের মাঠে ধানখেত দেখতে এসে বিদ্যুতায়িত হন স্যামসন মুরমু। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোতাব্বের হোসেনের বাবা দুলাল হোসেন বলেন, ছেলেদের সঙ্গে তিনিও ওই ঘরে টিন বাঁধার কাজ করছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ সংযোগের তার টেনে ধরতে বলেন। দুই ছেলে এবং ওই বিদ্যুৎ কর্মী তার হাতে নিতেই বিদ্যুতায়িত হন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত