Ajker Patrika

পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩০ জুলাই

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ১৩
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩০ জুলাই

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ জুলাই। ওই দিন ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের পরীক্ষার প্রথম ধাপ শুরু হবে। এ জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বিষয়টি নিশ্চিত করেন পরীক্ষা কমিটির আহ্বায়ক  ও উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

উপাচার্য জানান, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। গুচ্ছ পদ্ধতিতে আবেদনকারীরা পছন্দমতো ২২টি বিশ্ববিদ্যালয়ের যেকোনোটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে আবেদনকারীদের মধ্যে পাবনার কেন্দ্রসমূহে তিনটি ইউনিটে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৭ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও আরও ১০টি কেন্দ্রে মোট ১০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ৩০ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫ হাজার ৩৪৫ জন অংশগ্রহণ করবেন। সর্বশেষ ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ১ হাজার ৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। 

এদিকে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যেহেতু অনেক মানুষের সমাগম হবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা দরকার। পাশাপাশি পাবনাবাসীরও সহযোগিতা প্রত্যাশা করছি।’

ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক  ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, ভর্তি পরীক্ষা জাতীয় ইস্যু। সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত