বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা তিনটি সাপ পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা বন বিভাগের ‘রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর কাছে হস্তান্তর করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে সাপগুলো হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে পড়ে থাকা তিনটি বাক্স থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বনানী বাইপাস মোড় এলাকার ব্যবসায়ী পটু সরকার জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি বাসের ছাদ থেকে তিনটি বাক্স মহাসড়কে পড়ে যায়। তিনি বাক্সগুলো উদ্ধার করে সাপ দেখতে পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপসহ বাক্স তিনটি হস্তান্তর করেন।
‘তীর’ এর সভাপতি মো. রিফাত হাসান জানান, সাপের বাক্স ও অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে সাপগুলো কোনো সাপুরের এবং এতে তিন প্রজাতির পদ্ম গোখরা, দাঁড়াশ ও জল ঢোঁড়া সাপ রয়েছে। এগুলোর মধ্যে পদ্ম গোখরা সাপ বিষধর।
এ বিষয়ে রাজশাহী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বগুড়ার বনানী এলাকায় সাপ পাওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত ‘তীর’ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সাপগুলো ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর হেফাজতে রেখে পর্যবেক্ষণ করে দ্রুতই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
বগুড়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা তিনটি সাপ পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা বন বিভাগের ‘রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর কাছে হস্তান্তর করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে সাপগুলো হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে পড়ে থাকা তিনটি বাক্স থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বনানী বাইপাস মোড় এলাকার ব্যবসায়ী পটু সরকার জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি বাসের ছাদ থেকে তিনটি বাক্স মহাসড়কে পড়ে যায়। তিনি বাক্সগুলো উদ্ধার করে সাপ দেখতে পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপসহ বাক্স তিনটি হস্তান্তর করেন।
‘তীর’ এর সভাপতি মো. রিফাত হাসান জানান, সাপের বাক্স ও অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে সাপগুলো কোনো সাপুরের এবং এতে তিন প্রজাতির পদ্ম গোখরা, দাঁড়াশ ও জল ঢোঁড়া সাপ রয়েছে। এগুলোর মধ্যে পদ্ম গোখরা সাপ বিষধর।
এ বিষয়ে রাজশাহী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বগুড়ার বনানী এলাকায় সাপ পাওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত ‘তীর’ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সাপগুলো ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর হেফাজতে রেখে পর্যবেক্ষণ করে দ্রুতই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৪ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩৮ মিনিট আগে