রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক আবাসিক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুম থেকে ওই শিক্ষার্থীর বিছানাপত্র বারান্দায় বের করে দেওয়া হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দের অনুসারীরা তাঁকে সিট থেকে নামিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম বলেন, ‘এক বছর আগে হলের সিট পেয়েছি। গত বুধবার আমার বরাদ্দকৃত সিটে উঠেছি। কিন্তু সেদিন রাত ২টায় আমাকে ছাত্রলীগের সোহাগ, রনিসহ আরও কয়েকজন এসে হুমকি দেয়। বৃহস্পতিবার রাত ১০টার পরে তারা আমার রুম থেকে বিছানাপত্র বারান্দায় ফেলে দেয়।’
জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দ অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি দুই দিন বাইরে ছিলাম। এ বিষয়ে হল প্রশাসন ভালো জানে।’
শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো. একরামুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সিট দিয়েছি। আজকের মধ্যে তাকে সিটে তুলে দেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক আবাসিক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুম থেকে ওই শিক্ষার্থীর বিছানাপত্র বারান্দায় বের করে দেওয়া হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দের অনুসারীরা তাঁকে সিট থেকে নামিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম বলেন, ‘এক বছর আগে হলের সিট পেয়েছি। গত বুধবার আমার বরাদ্দকৃত সিটে উঠেছি। কিন্তু সেদিন রাত ২টায় আমাকে ছাত্রলীগের সোহাগ, রনিসহ আরও কয়েকজন এসে হুমকি দেয়। বৃহস্পতিবার রাত ১০টার পরে তারা আমার রুম থেকে বিছানাপত্র বারান্দায় ফেলে দেয়।’
জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দ অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি দুই দিন বাইরে ছিলাম। এ বিষয়ে হল প্রশাসন ভালো জানে।’
শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো. একরামুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সিট দিয়েছি। আজকের মধ্যে তাকে সিটে তুলে দেওয়া হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার এই সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এ সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ মিনিট আগেবিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইনে। কিন্তু এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যে সময় বিশ্বজিৎকে হত্যা করা হলো, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি।
১২ মিনিট আগেসরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল চুরি হয়। গতকাল বুধবার রাতে ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে এসব চুরি হয়।
৩৯ মিনিট আগেময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতে মামলাটি করেন স্থানীয় সাংবাদিক মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল।
১ ঘণ্টা আগে