সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে এক কলেজশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজের সভাপতি ও পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে কলেজের এক সহকারী অধ্যাপক লিখিত আকারে থানায় অভিযোগ করেছেন। এটি যেহেতু প্রাণনাশের হুমকির ঘটনা, তাই প্রাথমিক অনুসন্ধান করতে হবে। অভিযোগটি নন এফআইআর এ জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত ব্যক্তিরা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, শামীম হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), দাতাসদস্য কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
ভুক্তভোগী সহকারী অধ্যাপক মো. আল মামুন অভিযোগে জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা ও কলেজের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি টানানোকে কেন্দ্র করে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। তারা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, কলেজের শিক্ষক শামীম হোসেন, শিক্ষক কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
তারা আমাকে কলেজ বা রাস্তাঘাটে যেখানে সুযোগ মতো পাবে সেখানে মারবে। প্রাণনাশ করবে–চাকরিচ্যুত করবে। কলেজে আসতে দেবে না। আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে বিবাদীরা গত ২২ জানুয়ারি দুপুরে কলেজে অধ্যক্ষের অফিসকক্ষে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকি–ধামকির কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি জান–মালের ক্ষতির আশঙ্কা করছি। বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘কলেজের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও কয়েকজন অবৈধ শিক্ষক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি গতকাল বুধবার রাতে লিখিত আকারে থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে বেলকুচি মডেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে মোবাইল ফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আরেক অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগটি ভুয়া। সে দুই বছর হলো অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে। বিভিন্ন দপ্তরে ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে। সংসদ সদস্যর কাছ থেকে বিশেষ সুবিধা নিতে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে অধ্যাপক মো. আল মামুনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ জন্য তিনি ক্ষুব্ধ হন।’
সিরাজগঞ্জে এক কলেজশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজের সভাপতি ও পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে কলেজের এক সহকারী অধ্যাপক লিখিত আকারে থানায় অভিযোগ করেছেন। এটি যেহেতু প্রাণনাশের হুমকির ঘটনা, তাই প্রাথমিক অনুসন্ধান করতে হবে। অভিযোগটি নন এফআইআর এ জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত ব্যক্তিরা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, শামীম হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), দাতাসদস্য কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
ভুক্তভোগী সহকারী অধ্যাপক মো. আল মামুন অভিযোগে জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা ও কলেজের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি টানানোকে কেন্দ্র করে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। তারা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, কলেজের শিক্ষক শামীম হোসেন, শিক্ষক কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
তারা আমাকে কলেজ বা রাস্তাঘাটে যেখানে সুযোগ মতো পাবে সেখানে মারবে। প্রাণনাশ করবে–চাকরিচ্যুত করবে। কলেজে আসতে দেবে না। আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে বিবাদীরা গত ২২ জানুয়ারি দুপুরে কলেজে অধ্যক্ষের অফিসকক্ষে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকি–ধামকির কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি জান–মালের ক্ষতির আশঙ্কা করছি। বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘কলেজের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও কয়েকজন অবৈধ শিক্ষক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি গতকাল বুধবার রাতে লিখিত আকারে থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে বেলকুচি মডেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে মোবাইল ফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আরেক অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগটি ভুয়া। সে দুই বছর হলো অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে। বিভিন্ন দপ্তরে ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে। সংসদ সদস্যর কাছ থেকে বিশেষ সুবিধা নিতে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে অধ্যাপক মো. আল মামুনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ জন্য তিনি ক্ষুব্ধ হন।’
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১৫ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
২৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
২৫ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১ ঘণ্টা আগে