পাবনা প্রতিনিধি
পাবনায় পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র (১৭) খুন হয়েছে। তার নাম মোস্তাফিজুর রহমান সিয়াম। গতকাল শনিবার রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ রোববার দুপুরে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাঁরা বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সরকারি এডওয়ার্ড কলেজ এলাকায় সিয়াম কয়েকজন কিশোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সেখানে কয়েকজন কিশোর গেলে তাদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, আজ রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে থানা থেকে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্বজন ও এলাকাবাসী। মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে পৈলানপুর হয়ে পাওয়ার হাউজপাড়ায় গিয়ে শেষ হয়।
সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘সবাইকে তো চিনি না। তার মধ্যে কয়েকজনের নাম শুনেছি। কী কারণে ছেলেটাকে মারল, কিছুই বুঝতে পারছি না। আমি দল, রাজনীতি বুঝি না। আইনে যেটা হয় সেটাই মেনে নেব। তবে যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘ইতিমধ্যে হত্যায় জড়িত অন্যতম অভিযুক্ত দুজনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করেছি। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। যারা মেরেছে তারাও নিহতের বন্ধু সমবয়সী।’
উঠতি বয়সের ছেলেরা কিশোর গ্যাং এ জড়িয়ে পড়ছে। এটাও কিশোর গ্যাংদের কাজ। সন্তানদের নিয়ে পরিবারের সদস্যদের সচেতনতা জরুরি বলে জানান তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেয়নি।
পাবনায় পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র (১৭) খুন হয়েছে। তার নাম মোস্তাফিজুর রহমান সিয়াম। গতকাল শনিবার রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ রোববার দুপুরে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাঁরা বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সরকারি এডওয়ার্ড কলেজ এলাকায় সিয়াম কয়েকজন কিশোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সেখানে কয়েকজন কিশোর গেলে তাদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, আজ রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে থানা থেকে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্বজন ও এলাকাবাসী। মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে পৈলানপুর হয়ে পাওয়ার হাউজপাড়ায় গিয়ে শেষ হয়।
সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘সবাইকে তো চিনি না। তার মধ্যে কয়েকজনের নাম শুনেছি। কী কারণে ছেলেটাকে মারল, কিছুই বুঝতে পারছি না। আমি দল, রাজনীতি বুঝি না। আইনে যেটা হয় সেটাই মেনে নেব। তবে যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘ইতিমধ্যে হত্যায় জড়িত অন্যতম অভিযুক্ত দুজনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করেছি। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। যারা মেরেছে তারাও নিহতের বন্ধু সমবয়সী।’
উঠতি বয়সের ছেলেরা কিশোর গ্যাং এ জড়িয়ে পড়ছে। এটাও কিশোর গ্যাংদের কাজ। সন্তানদের নিয়ে পরিবারের সদস্যদের সচেতনতা জরুরি বলে জানান তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেয়নি।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে