ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি। এ জন্য আমাদের সাবধান হতে হবে। সামনে নির্বাচন আসছে। কোনো প্রকার ভুল করলে বাংলাদেশ আবারও পাকিস্তান হয়ে যাবে-বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
আজ বুধবার পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের আত্মদানে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা নিজের পায়ে যেন দাঁড়াতে না পারি সে জন্য বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই সব শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার সেই পুরোনো প্রেতাত্মাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের থেকে সাবধান না হলে বাংলাদেশ আবারও দুঃখময় সময়ের মধ্যে পড়বে।’
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন-পাবনা ৪ আসনের সাংসদ নূরুজ্জামান বিশ্বাস, পরমাণু শক্তি কমিশনের বোর্ড অব মেম্বার অশোক কুমার পাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর, সাইট ডিরেক্টর আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরমেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ।
এর আগে সকাল ৯টার দিকে স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাস প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসের উদ্বোধন করা হয়।
পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি। এ জন্য আমাদের সাবধান হতে হবে। সামনে নির্বাচন আসছে। কোনো প্রকার ভুল করলে বাংলাদেশ আবারও পাকিস্তান হয়ে যাবে-বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
আজ বুধবার পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের আত্মদানে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা নিজের পায়ে যেন দাঁড়াতে না পারি সে জন্য বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই সব শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার সেই পুরোনো প্রেতাত্মাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের থেকে সাবধান না হলে বাংলাদেশ আবারও দুঃখময় সময়ের মধ্যে পড়বে।’
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন-পাবনা ৪ আসনের সাংসদ নূরুজ্জামান বিশ্বাস, পরমাণু শক্তি কমিশনের বোর্ড অব মেম্বার অশোক কুমার পাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর, সাইট ডিরেক্টর আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরমেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ।
এর আগে সকাল ৯টার দিকে স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাস প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসের উদ্বোধন করা হয়।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে