Ajker Patrika

পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি: প্রযুক্তিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি: প্রযুক্তিমন্ত্রী

পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি। এ জন্য আমাদের সাবধান হতে হবে। সামনে নির্বাচন আসছে। কোনো প্রকার ভুল করলে বাংলাদেশ আবারও পাকিস্তান হয়ে যাবে-বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

আজ বুধবার পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি। 

প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের আত্মদানে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা নিজের পায়ে যেন দাঁড়াতে না পারি সে জন্য বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই সব শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার সেই পুরোনো প্রেতাত্মাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের থেকে সাবধান না হলে বাংলাদেশ আবারও দুঃখময় সময়ের মধ্যে পড়বে।’ 

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন-পাবনা ৪ আসনের সাংসদ নূরুজ্জামান বিশ্বাস, পরমাণু শক্তি কমিশনের বোর্ড অব মেম্বার অশোক কুমার পাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর, সাইট ডিরেক্টর আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরমেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমুখ। 

এর আগে সকাল ৯টার দিকে স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাস প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসের উদ্বোধন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত