Ajker Patrika

বগুড়ায় ৩৩ টাকা কেজি ধান, ৪৭ টাকায় চাল কিনবে খাদ্য বিভাগ

বগুড়া প্রতিনিধি
বগুড়া খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা
বগুড়া খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান এবং ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।

আজ রোববার সদর উপজেলা খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় পুলিশ সুপার জেদান আল মুসা, কৃষি বিভাগের উপপরিচালক মতলুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানান, বগুড়া জেলা এবার ৩৩ টাকা কেজি দরে ১২ হাজার ৬১০ মেট্রিক টন ধান এবং ৪৭ টাকা কেজি দরে ৩২ হাজার ২৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৬ টাকা কেজি দরে ৩ হাজার ৬১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। খাদ্য বিভাগে চাল সরবরাহের জন্য ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে চুক্তি করতে হবে চালকল মালিকদের (মিলার)। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরের চেয়ে এবার আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের সংগ্রহ মূল্য কিছুটা বেশি। তাই এ মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত