উল্লাপাড়ায় বিল জুড়ে পদ্মফুলের সমাহার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ১৬: ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ার তিতারগাড়া বিলে আবাদি জমিতে এখন পদ্মফুলের সমাহার। বছর যেতেই এ ফুলের গাছ আরও জমিতে ছড়িয়ে পড়ছে। বর্ষাকালে জমিতে পানি হতেই যার দেখা মিলছে। অনেকেই এখানে পদ্ম ফুল দেখতে আসছেন। ফুল বিক্রিকে পেশা হিসেবে নিতেও শুরু করেছেন এখানকার মানুষজন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ব্রক্ষমকপালিয়া গ্রামের আবাদি মাঠের বিঘা বিশেক জমি জুড়ে পদ্মফুল ফুটেছে। জমিতে মৌসুমে ইরি বোরো ধান ফসলের আবাদ করা হয়। স্থানীয়দের কাছে পুরো মাঠ এলাকা তিতারগাড়া বিল নামে পরিচিতি পেয়েছে। 

ব্রক্ষমকপালিয়া গ্রামের আছাদুল ইসলাম ও নুর আলমসহ একাধিক ব্যক্তি বলেন, বছর তিনেক আগে বর্ষাকালে একটি জমিতে তিন থেকে চারটি পদ্মফুলের গাছ দেখা গিয়েছিল এবং ফুল ফুটেছিল। এর পরের বছর থেকেই পদ্মফুল বেড়ে এখন বিঘা বিশেক জমিতে ছড়িয়েছে। 

এলাকার এক যুবক জানান, ব্রক্ষমকপালিয়া গ্রামের ছিদাম ও সুশীলসহ অন্য এলাকার কয়েকজন এখানকার পদ্মফুল বিক্রি পেশায় জড়িত হয়েছেন। মাস খানিক হলো ভোরে এরা জমিতে নেমে ফুল তুলে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করে। জমির মালিকেরা এতে বাধা দেওয়া কিংবা কোনো টাকা নেন না। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজমল হক বলেন, এটি জলজ উদ্ভিদ। এর বীজ এনে মাটিতে ফেললে বর্ষাকালে জমিতে কিংবা বিলে পানি হলে পদ্ম গাছ জন্ম নেয় ও ফুল ফোটে। আর এটি দেখতে অনেক সুন্দর।   

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত