Ajker Patrika

রামেবিতে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: নবনিযুক্ত উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৯
রামেবিতে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: নবনিযুক্ত উপাচার্য

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ডা. জাওয়াদুল হক। দায়িত্ব গ্রহণের পর আজ রোববার রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ বেলা ১১টার দিকে বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণ, পোস্টগ্র্যাজুয়েশন কোর্স চালু এবং গবেষণা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

ডা. জাওয়াদুল হক বলেন, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল তিনটি। যার মধ্যে অন্যতম রাজশাহী জেলা ও আশপাশের প্রায় দুই কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ২০০ শয্যা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যবিষয়ক জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, ১০টি ফ্যাকাল্টি চালু করা এবং চিকিৎসাসেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা। বিগত দিনে নানা অনিয়ম, দুর্নীতি ও সমালোচনার ফলে প্রতিষ্ঠার আট বছরেও পরিকল্পনার কোনো কিছুই বাস্তবে আলোর মুখ দেখেনি।’

উপাচার্য আরও বলেন, ‘আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি। আশা-আকাঙ্ক্ষার জায়গাগুলো নিয়ে কাজ করব এবং দ্রুতই রামেবির ভৌত অবকাঠামো নির্মাণ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করব।’

মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত