শেরপুরে ইটভাটায় ডাকাতি, মালামাল ও টাকা লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৩২
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৪

বগুড়ার শেরপুরে একটি ইটভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে খানপুর ইউনিয়নের সফলজানি এলাকায় এমকেবি নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। 

ডাকাতের দল তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি ইটভাটার মালিকের। 

ইটভাটার নৈশপ্রহরী বাবুল মিয়া জানান, রোববার রাত আনুমানিক ২টার সময় ৮-৯ জন ইটভাটায় প্রবেশ করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা ভাটার অফিসরুম তছনছ করে। সেখান থেকে একটি হার্ডডিস্ক, মনিটর ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছে। তারা প্রতিটি ১৫ কেভি মানের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে তামার তার বের করে নেয়। পরে ভোর ৫টার দিকে একটি মিনি ট্রাকে চড়ে স্থান ত্যাগ করে। 

ইটভাটার মালিক কায়কোবাদ হোসেন বলেন, ‘আমি আজ ভোরে এসে নৈশপ্রহরীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। তার কিছুক্ষণ আগেই ডাকাত দল চলে গেছে বলে জানতে পারি। আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ডাকাতি কি না এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত