রাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ করে ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্দোলনকারীরা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কক্ষে অভিযান চালান। এ সময় সভাপতির কক্ষ থেকে পিস্তল, রামদা ও বিদেশি মদ এবং সম্পাদকের কক্ষ থেকে বিপুলসংখ্যক ফেনসিডিল জব্দ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর ২৩০ নম্বর কক্ষে অভিযান চালান। তাঁর কক্ষ থেকে দুটি পিস্তল, দুটি রামদা ও পাঁচটি বিদেশি মদের বোতল দেখা যায়। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২২৮ নম্বর কক্ষে অন্তত ছয়টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত সেগুলো জব্দ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ সেখানে আসেননি।
সেগুলো উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, একজন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কক্ষে যদি ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়, তাহলে তো তিনি শুধু ফেনসিডিলই খান না, মনে হয় ব্যবসাও করেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে চায় অথচ তাদের রুম মাদকের আড্ডাখানা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আন্দোলনকারীরা প্রথম দফায় হামলার সময় আমার রুমে অস্ত্র রেখে গেছে। দ্বিতীয়বার হামলার সময় সেই অস্ত্র সাংবাদিকদের ডেকে দেখিয়েছে। এই অস্ত্রগুলো আমার নয়।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি হল প্রাধ্যক্ষ শায়খুল ইসলাম মামুন জিয়াদ।
সার্বিক বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হককে মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ করে ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্দোলনকারীরা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কক্ষে অভিযান চালান। এ সময় সভাপতির কক্ষ থেকে পিস্তল, রামদা ও বিদেশি মদ এবং সম্পাদকের কক্ষ থেকে বিপুলসংখ্যক ফেনসিডিল জব্দ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর ২৩০ নম্বর কক্ষে অভিযান চালান। তাঁর কক্ষ থেকে দুটি পিস্তল, দুটি রামদা ও পাঁচটি বিদেশি মদের বোতল দেখা যায়। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২২৮ নম্বর কক্ষে অন্তত ছয়টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত সেগুলো জব্দ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ সেখানে আসেননি।
সেগুলো উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, একজন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কক্ষে যদি ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়, তাহলে তো তিনি শুধু ফেনসিডিলই খান না, মনে হয় ব্যবসাও করেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে চায় অথচ তাদের রুম মাদকের আড্ডাখানা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আন্দোলনকারীরা প্রথম দফায় হামলার সময় আমার রুমে অস্ত্র রেখে গেছে। দ্বিতীয়বার হামলার সময় সেই অস্ত্র সাংবাদিকদের ডেকে দেখিয়েছে। এই অস্ত্রগুলো আমার নয়।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি হল প্রাধ্যক্ষ শায়খুল ইসলাম মামুন জিয়াদ।
সার্বিক বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হককে মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ মিনিট আগেআজ ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস। এ বছর প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করছে। এমন মুহূর্তে এসে ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশে খুবিকে নব আবহে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৪ মিনিট আগেচরমপন্থী জীবন থেকে ফিরে ঘোড়ার গাড়ি চালিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন বাকুল মিয়া (৪৫)। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত নয়টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত...
২২ মিনিট আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৮ ঘণ্টা আগে