বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ছাত্রলীগ কর্মী আরিফকে (২৬) কুপিয়ে হত্যার পর তিন যুবক তাবলিগ জামাতের মুসল্লিবেশে ঢাকার কাকরাইল মসজিদে আত্মগোপন করেছিলেন। সেখান থেকে তাঁরা তাবলিগ জামাতের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
তাঁদের গ্রেপ্তারের পর আজ বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।
তিনি জানান, বগুড়া সদর থানা-পুলিশের একটি টিম, অ্যান্টিটেররিজম ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কাকরাইল মসজিদ থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া শহরের নিশিন্দারা পূর্ব খাঁপাড়ার মিলু শেখের ছেলে সাকিব শেখ (১৯), তাঁর বড় ভাই সানমুন শেখ (২৩) ও হাতেম আলীর ছেলে হিমেল শেখ (২৩)।
গত ৭ অক্টোবর সাকিব শেখকে ছুরিকাঘাতের প্রতিশোধ নিতে ছাত্রলীগ কর্মী আরিফকে খুন করা হয় বলেন পুলিশ জানায়।
পুলিশ সুপার জানান, ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের নামাজগড় এলাকা দিয়ে বাসায় ফেরার পথে সুলতানগঞ্জ সড়কের গলিতে দুর্বৃত্তরা আরিফকে কুপিয়ে খুন করে। পরদিন নিহতের মা তহিরন বেগম বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন সাকিবকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হলে আরিফ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৮ দিন জেলহাজতে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার ১৫ দিনের মাথায় সাকিবের নেতৃত্বে আরিফকে কুপিয়ে খুন করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, আরিফ হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহযোগিতা আসামিদের শনাক্ত করা হয়। আসামি হত্যাকাণ্ডের পরপরই জয়পুরহাট জেলার সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। সেখানে ব্যর্থ হয়ে তাঁরা ঢাকায় গিয়ে কাকরাইল মসজিদে অবস্থান নেন। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তারের পর তাঁরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, মসজিদে মুসল্লিবেশে আশ্রয় নেওয়ার পর তাঁরা আত্মগোপনের উদ্দেশ্যে তাবলিগ জামাতের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলেন।
গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে। এ ছাড়া জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।
বগুড়ায় ছাত্রলীগ কর্মী আরিফকে (২৬) কুপিয়ে হত্যার পর তিন যুবক তাবলিগ জামাতের মুসল্লিবেশে ঢাকার কাকরাইল মসজিদে আত্মগোপন করেছিলেন। সেখান থেকে তাঁরা তাবলিগ জামাতের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
তাঁদের গ্রেপ্তারের পর আজ বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।
তিনি জানান, বগুড়া সদর থানা-পুলিশের একটি টিম, অ্যান্টিটেররিজম ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কাকরাইল মসজিদ থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া শহরের নিশিন্দারা পূর্ব খাঁপাড়ার মিলু শেখের ছেলে সাকিব শেখ (১৯), তাঁর বড় ভাই সানমুন শেখ (২৩) ও হাতেম আলীর ছেলে হিমেল শেখ (২৩)।
গত ৭ অক্টোবর সাকিব শেখকে ছুরিকাঘাতের প্রতিশোধ নিতে ছাত্রলীগ কর্মী আরিফকে খুন করা হয় বলেন পুলিশ জানায়।
পুলিশ সুপার জানান, ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের নামাজগড় এলাকা দিয়ে বাসায় ফেরার পথে সুলতানগঞ্জ সড়কের গলিতে দুর্বৃত্তরা আরিফকে কুপিয়ে খুন করে। পরদিন নিহতের মা তহিরন বেগম বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন সাকিবকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হলে আরিফ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৮ দিন জেলহাজতে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার ১৫ দিনের মাথায় সাকিবের নেতৃত্বে আরিফকে কুপিয়ে খুন করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, আরিফ হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহযোগিতা আসামিদের শনাক্ত করা হয়। আসামি হত্যাকাণ্ডের পরপরই জয়পুরহাট জেলার সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। সেখানে ব্যর্থ হয়ে তাঁরা ঢাকায় গিয়ে কাকরাইল মসজিদে অবস্থান নেন। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তারের পর তাঁরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, মসজিদে মুসল্লিবেশে আশ্রয় নেওয়ার পর তাঁরা আত্মগোপনের উদ্দেশ্যে তাবলিগ জামাতের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলেন।
গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে। এ ছাড়া জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৩৪ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে