জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সালেহ মোহাম্মদ নামের এক ব্যক্তির হত্যার ১৫ বছর পর ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে পাঁচজনকে বেকসুর খালাসও দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। সে সময় ১৬ জন আসামি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
সাজাপ্রাপ্তরা হলেন–হাদিউজ্জামান, আরিফুল, আবু নাসের, শাজাহান আলী, আশরাফ আলী, আলী ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, জহির, শামছুল আলম, সায়েম উদ্দিন, ওবাইদুল, সইম, রহিম, আবু সাঈদ, আবু বক্কর, বানু বেগম এবং শাহেরা বেগম।
মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এ নিয়ে মামলাও হয়। এরই জের ধরে আসামিরা ২০০৯ সালের ২ মে সকাল ৮টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সালেহ মোহাম্মদের পথ রোধ করেন। এরপর তাঁকে ধরে একটি আমগাছের সঙ্গে হাত-পা বাঁধে।
তারপর আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সে সময় সালেহ মোহাম্মদ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে আসামিদের কাছে পানি চান। তখন আসামিরা সালেহ মোহাম্মদকে জোরপূর্বক মরিচ মেশানো পানি পান করান। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী সালেহ মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই মো. আজিজুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালত আজ বুধবার এ রায় দেন।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেনন্দ্র নাথ মণ্ডল বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সালেহ মোহাম্মদ নামের এক ব্যক্তির হত্যার ১৫ বছর পর ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে পাঁচজনকে বেকসুর খালাসও দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। সে সময় ১৬ জন আসামি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
সাজাপ্রাপ্তরা হলেন–হাদিউজ্জামান, আরিফুল, আবু নাসের, শাজাহান আলী, আশরাফ আলী, আলী ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, জহির, শামছুল আলম, সায়েম উদ্দিন, ওবাইদুল, সইম, রহিম, আবু সাঈদ, আবু বক্কর, বানু বেগম এবং শাহেরা বেগম।
মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এ নিয়ে মামলাও হয়। এরই জের ধরে আসামিরা ২০০৯ সালের ২ মে সকাল ৮টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সালেহ মোহাম্মদের পথ রোধ করেন। এরপর তাঁকে ধরে একটি আমগাছের সঙ্গে হাত-পা বাঁধে।
তারপর আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সে সময় সালেহ মোহাম্মদ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে আসামিদের কাছে পানি চান। তখন আসামিরা সালেহ মোহাম্মদকে জোরপূর্বক মরিচ মেশানো পানি পান করান। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী সালেহ মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই মো. আজিজুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালত আজ বুধবার এ রায় দেন।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেনন্দ্র নাথ মণ্ডল বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
মিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
২৫ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
৩২ মিনিট আগে