বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।
গতকাল সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি জামাই বাড়িতে থাকতেন।
বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে ওই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।
মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
কলাকোপা গ্রামে সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার গাবতলীতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও পুড়ে মারা যায়।
গতকাল সোমবার রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাবাশি বেওয়া মোস্তাফিজুর রহমনের শাশুড়ি। তিনি জামাই বাড়িতে থাকতেন।
বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধাসহ দুইটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে মোস্তাফিজুর রহমান নামের ওই কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর আসবাবপত্র পুড়ে ওই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকে গোয়াল ঘরের পাটখড়ির বেড়ায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারলেও গোয়ালঘর সংলগ্ন ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি কাবশি বেওয়া বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থাতেই মারা যান।
মোস্তাফিজুর রহমন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, গরু বিক্রি করা নগদ ৭০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি গরু মারা গেছে। অপর একটি গরুর অবস্থা আশঙ্কাজনক।
কলাকোপা গ্রামে সাহেদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়ে গ্রামের লোকজন আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা ভুল করে অন্য গ্রামে চলে যায়। গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
গাবতলী ফায়ার স্টেশনের ফায়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা চিনতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে মারা যাওয়া কাবাশি বেওয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে ফেরার চেষ্টা করছিলেন। এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ শিশুসহ ২১ বাংলাদেশিকে আটক করা হয়।
৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শরমিনের ব্যর্থতা তুলে ধরে তাঁর বিরুদ্ধে ২০টি অভিযোগ উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তাঁদের চারটি দাবি পূরণে দুই দিনের আলটিমেটাম দেন উপাচার
২৯ মিনিট আগেরাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি। তাঁরা হলেন মাহাথির হাসান ও আল কামাল শেখ। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের খাস কামরায় জবানবন্দি দেন আসা
৩৪ মিনিট আগেউপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার দাবি মেনে নেওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।
৩৭ মিনিট আগে