রাবি প্রতিনিধি
সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের শাস্তি বাতিল করেছে সিন্ডিকেট। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য ফরিদ উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার ৩৮ নম্বর সিদ্ধান্তে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য প্রস্তাব পাস হয়। পাশাপাশি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকে আগের তদন্ত প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়।
সেই কমিটির পর্যালোচনার প্রেক্ষিতে গতকাল ৫৩৪ তম সিন্ডিকেট সভায় পূর্বের শাস্তির সিদ্ধান্তটি রহিত করা হয় এবং ওই সময় হতে তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে অধ্যাপক এনামুল হক সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।
জানতে চাইলে সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগটি পুনর্বিবেচনার জন্য ৫২৫ তম সিন্ডিকেট সভায় প্রস্তাব পাস হয়। একই সঙ্গে আগের তদন্ত প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনার জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া মনোবিজ্ঞান বিভাগের অন্তত ১০ জন শিক্ষক জানিয়েছেন, ওই সময়ে যে তদন্ত হয়েছে সেটি ফরমায়েশি। সার্বিক দিক বিবেচনায় নিয়ে তাঁকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি ও তাঁর শাস্তি রহিত করা হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ২১ মে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে নারী সহকর্মীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠে। এ ঘটনায় উপাচার্য বরাবার একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক।
পরে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫২৫ তম সিন্ডিকেট সভায় এনামুল হককে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের শাস্তি বাতিল করেছে সিন্ডিকেট। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য ফরিদ উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার ৩৮ নম্বর সিদ্ধান্তে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য প্রস্তাব পাস হয়। পাশাপাশি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকে আগের তদন্ত প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়।
সেই কমিটির পর্যালোচনার প্রেক্ষিতে গতকাল ৫৩৪ তম সিন্ডিকেট সভায় পূর্বের শাস্তির সিদ্ধান্তটি রহিত করা হয় এবং ওই সময় হতে তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে অধ্যাপক এনামুল হক সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।
জানতে চাইলে সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগটি পুনর্বিবেচনার জন্য ৫২৫ তম সিন্ডিকেট সভায় প্রস্তাব পাস হয়। একই সঙ্গে আগের তদন্ত প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনার জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া মনোবিজ্ঞান বিভাগের অন্তত ১০ জন শিক্ষক জানিয়েছেন, ওই সময়ে যে তদন্ত হয়েছে সেটি ফরমায়েশি। সার্বিক দিক বিবেচনায় নিয়ে তাঁকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি ও তাঁর শাস্তি রহিত করা হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ২১ মে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে নারী সহকর্মীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠে। এ ঘটনায় উপাচার্য বরাবার একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক।
পরে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫২৫ তম সিন্ডিকেট সভায় এনামুল হককে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
তথাকথিত উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া জমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘কক্সবাজারে আনুমানিক ১২ হাজার একর বনভূমি উদ্ধার করে বন বিভাগকে দিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যা তথা
১৩ মিনিট আগেশিবপুরে গোপনে ধারণ করা প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আল মামুন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেবঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাঁশ ধরে সমুদ্রে ঘণ্টাখানেক ভেসে থাকা সাত নাবিক ও স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডটি ডুবে যায়
৩০ মিনিট আগেদেশের একমাত্র শৈলদ্বীপ কক্সবাজারের মহেশখালী। এই দ্বীপ উপজেলার আরেক বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া। ১০ হাজার একর আয়তনের দ্বীপটিতে একসঙ্গে সুন্দরবন ও সাগরের নয়নাবিরাম দৃশ্য দেখতে পারেন ভ্রমণপিপাসুরা।
৪৩ মিনিট আগে