সহকর্মীকে যৌন হয়রানি, রাবি অধ্যাপকের শাস্তি বাতিল

রাবি প্রতিনিধি  
Thumbnail image
অধ্যাপক এনামুল হক। ছবি: সংগৃহীত

সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের শাস্তি বাতিল করেছে সিন্ডিকেট। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য ফরিদ উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার ৩৮ নম্বর সিদ্ধান্তে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য প্রস্তাব পাস হয়। পাশাপাশি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকে আগের তদন্ত প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়।

সেই কমিটির পর্যালোচনার প্রেক্ষিতে গতকাল ৫৩৪ তম সিন্ডিকেট সভায় পূর্বের শাস্তির সিদ্ধান্তটি রহিত করা হয় এবং ওই সময় হতে তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে অধ্যাপক এনামুল হক সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।

জানতে চাইলে সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগটি পুনর্বিবেচনার জন্য ৫২৫ তম সিন্ডিকেট সভায় প্রস্তাব পাস হয়। একই সঙ্গে আগের তদন্ত প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনার জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া মনোবিজ্ঞান বিভাগের অন্তত ১০ জন শিক্ষক জানিয়েছেন, ওই সময়ে যে তদন্ত হয়েছে সেটি ফরমায়েশি। সার্বিক দিক বিবেচনায় নিয়ে তাঁকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি ও তাঁর শাস্তি রহিত করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ২১ মে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে নারী সহকর্মীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠে। এ ঘটনায় উপাচার্য বরাবার একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক।

পরে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫২৫ তম সিন্ডিকেট সভায় এনামুল হককে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত