Ajker Patrika

লালপুরে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নাটোর (লালপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার নারায়ণপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম উপজেলার জোতদৈবকি গ্রামের মো. মহাসিন আলীর স্ত্রী।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৭টার দিকে নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেনের লাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নিহতের দেবর হুনা আলী জানান, শনিবার উপজেলার বিষ্ণপুর গ্রামে ভাইয়ের মেয়ে সিমার বাড়িতে বেড়াতে যান রশিদা বেগম। সকালে তাঁর মামী শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে সীমার বাড়ি থেকে রেললাইন দিয়ে পায়ে হেঁটে নবীনগর গ্রামে আসার পথে গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেটের নিকটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলার আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান লিখন জানান, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর ৬টা ৫৫ মিনিটের দিকে আজিমনগর স্টেশন থেকে খুলনা অভিমুখে ছেড়ে যায়। পরে ওই ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত