Ajker Patrika

রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দোকানে লুটপাট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে চাঁদা না পেয়ে নুরুল বাসার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় অভিযুক্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চন্দ্রিমা থানার হাজরাপুকুর নতুন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নুরুল বাসারের পরিবারের সদস্যদের দাবি, সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্থানীয় কিছু যুবক—জয়, রবিউল, কানন, আশরাফুল ছোট সাব্বির, ঢাকাইয়া হৃদয়সহ আরও কয়েকজন একটি রাজনৈতিক দলের নেতা-কর্মী সেজে চাঁদা দাবি করছিলেন।

তারা জানান, নুরুল বাসার চাঁদা না দিলে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে এসে হামলা চালায় কথিত নেতা-কর্মীরা। হামলাকারীরা ব্যবসায়ী নুরুল বাসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে দোকান ভাঙচুর করে। তাঁরা দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও কিছু মুরগি লুট করে নিয়ে যায়। আর ডিমগুলো রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়।

খবর পেয়ে নুরুল বাসারের ভাই সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁদের হাসপাতালে যেতে বাধা দিয়ে আবারও মারধর করা হয়। তাদের বাড়িতেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত নুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ুর রহমান বলেন, ‘ওই ব্যবসায়ী জখম হয়েছেন এমন ছবি দেখেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় থানায় আসতে পারেননি।’

ওসি আরও বলেন, কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তদন্তের পর এটা জানা যাবে। তিনি অভিযুক্ত কারও রাজনৈতিক পরিচয় সম্পর্কেও কিছু জানেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত