মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গণেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মতো স্থানীয় খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ শনিবার সকাল ৭টার দিকে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তাঁর লাশ পাওয়া যায়।’
মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গণেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মতো স্থানীয় খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ শনিবার সকাল ৭টার দিকে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তাঁর লাশ পাওয়া যায়।’
মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২০ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২৯ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে