নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বসতবাড়ি ও মন্দির-গির্জায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় বিচারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরে ছাত্র, যুব, নারী ও সংখ্যালঘু সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে মিছিলটি।
জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সহসভাপতি স্বপন পাহানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় বক্তব্য দেন উজ্জ্বল মাহাতো, আইচন পাহান, মধু সরদার, কালীপদ বর্মণ, সুরেশ চন্দ্র বর্মণ প্রমুখ।
বক্তারা প্রতিবাদ সভায় বলেন, ‘এই দেশ আপনার, আমার, সবার। আমরাও রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে চাই।’ সরকার পরিবর্তন হলেই তাঁদের ওপর যে হামলা, ভাঙচুর, পুকুরের মাছ লুটের ঘটনা, মন্দিরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে, সারা দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, নির্যাতন, বসতবাড়িতে অগ্নিসংযোগ, মন্দির ও গির্জায় হামলা, ভাঙচুর, ভূমি দখল, ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে, সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন নেতা।
সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বসতবাড়ি ও মন্দির-গির্জায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় বিচারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরে ছাত্র, যুব, নারী ও সংখ্যালঘু সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে মিছিলটি।
জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সহসভাপতি স্বপন পাহানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় বক্তব্য দেন উজ্জ্বল মাহাতো, আইচন পাহান, মধু সরদার, কালীপদ বর্মণ, সুরেশ চন্দ্র বর্মণ প্রমুখ।
বক্তারা প্রতিবাদ সভায় বলেন, ‘এই দেশ আপনার, আমার, সবার। আমরাও রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে চাই।’ সরকার পরিবর্তন হলেই তাঁদের ওপর যে হামলা, ভাঙচুর, পুকুরের মাছ লুটের ঘটনা, মন্দিরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে, সারা দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, নির্যাতন, বসতবাড়িতে অগ্নিসংযোগ, মন্দির ও গির্জায় হামলা, ভাঙচুর, ভূমি দখল, ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে, সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন নেতা।
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
২ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৫ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১২ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪১ মিনিট আগে