জয়পুরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৩, ১৮: ৪৭
Thumbnail image

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী আয়েশা খাতুনকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। আজ শনিবার সকাল ১০টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী পালাতক রয়েছেন। তবে আজ শনিবার দুপুরে এ ঘটনায় নিহতের ছেলে রাশেদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেছেন।

আয়েশা খাতুন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের জুয়েল প্রামাণিকের মেয়ে। তাঁর স্বামী মোসলেম উদ্দিন একই গ্রামের হাতেম আলীর ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, আজর সকাল থেকে কাদিরপুর গ্রামের উত্তর পাশের একটি ফসলি মাঠে কোদাল দিয়ে কাজ করছিলেন মোসলেম উদ্দিন। সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী আয়েশা খাতুনকে মাঠের মধ্যে ডেকে নেন তিনি। একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়।

তখন উত্তেজিত হন মোসলেম উদ্দিন। আর সেই উত্তেজনার বসেই নিজের স্ত্রীর মাথায় কোদাল দিয়ে কোপ দেন মোসলেম উদ্দিন। এতে ঘটনা স্থলেই নিহত হোন আয়েশা খাতুন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত