রাজশাহী ও সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াল বিমান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৪: ৫৬
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫: ০৩

যাত্রীদের চাহিদা বিবেচনায় রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে দুটি ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে একটি করে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ জানায়, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করা হবে ১০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার চলবে অতিরিক্ত ফ্লাইট দুটি। বেলা ৩টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল ৫টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে।

এ ছাড়া আগামী ৮ নভেম্বর থেকে প্রতি শুক্রবার ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে বেলা ৩টা ৪০ মিনিটে ফ্লাইটটি সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে। সৈয়দপুর থেকে ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে এটি। যাত্রীরা প্রোমো কোড BGDEAL 24 ব্যবহার করে বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত