ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ের পুরোনো আসবাব বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।
আজ বুধবার সকালের দিকে ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক তদন্তে স্থানীয় লোকজনের এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
জানা গেছে, ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা পুরোনো ভবনটি অপসারণের জন্য উপজেলা পরিষদ থেকে প্রকাশ্যে নিলাম ডাক হয়। গত ২২ ফেব্রুয়ারি ১ লাখ ৫০ হাজার টাকা নিলাম ডাকের মাধ্যমে জুয়েল সরকার নামের এক ব্যবসায়ী কার্যাদেশটি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ পাওয়ার পর ওই ব্যবসায়ী অপসারণের কাজ শুরু করে ভবনে থাকা আলমারি, টেবিল, চেয়ার, বেঞ্চ ও ঢেউটিন বিধিবহির্ভূতভাবে নিয়ে যান। শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কেনার অজুহাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও সভাপতি অমিত হাসান পুরোনো আসবাবগুলো ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতির অনুমতি নিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কেনার জন্য ব্যবসায়ীকে পুরোনো আসবাব দেওয়া হয়েছে। তবে সভাপতি ওই ব্যবসায়ীর কাছে কত টাকায় বিক্রি করেছেন, তা জানা নেই।’
বিদ্যালয়ের সভাপতি অমিত হাসান অভিযোগ অস্বীকার করেছেন।
ব্যবসায়ী জুয়েল সরকার বলেন, ‘কার্যাদেশের বাইরে কোনো আসবাব নেওয়া হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার নামে অপপ্রচার করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ের পুরোনো আসবাব বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।
আজ বুধবার সকালের দিকে ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক তদন্তে স্থানীয় লোকজনের এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
জানা গেছে, ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা পুরোনো ভবনটি অপসারণের জন্য উপজেলা পরিষদ থেকে প্রকাশ্যে নিলাম ডাক হয়। গত ২২ ফেব্রুয়ারি ১ লাখ ৫০ হাজার টাকা নিলাম ডাকের মাধ্যমে জুয়েল সরকার নামের এক ব্যবসায়ী কার্যাদেশটি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ পাওয়ার পর ওই ব্যবসায়ী অপসারণের কাজ শুরু করে ভবনে থাকা আলমারি, টেবিল, চেয়ার, বেঞ্চ ও ঢেউটিন বিধিবহির্ভূতভাবে নিয়ে যান। শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কেনার অজুহাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও সভাপতি অমিত হাসান পুরোনো আসবাবগুলো ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতির অনুমতি নিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কেনার জন্য ব্যবসায়ীকে পুরোনো আসবাব দেওয়া হয়েছে। তবে সভাপতি ওই ব্যবসায়ীর কাছে কত টাকায় বিক্রি করেছেন, তা জানা নেই।’
বিদ্যালয়ের সভাপতি অমিত হাসান অভিযোগ অস্বীকার করেছেন।
ব্যবসায়ী জুয়েল সরকার বলেন, ‘কার্যাদেশের বাইরে কোনো আসবাব নেওয়া হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার নামে অপপ্রচার করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
৪৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২ ঘণ্টা আগে