Ajker Patrika

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিসিক প্রহরীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৪: ০৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিসিক প্রহরীর মৃত্যু

বগুড়ায় অজ্ঞাত গাড়ির চাপায় আলাউদ্দিন (৭০) নামে বিসিক শিল্পনগরীর মূল ফটকের প্রহরী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টার মধ্যে সদরের ফুলবাড়ী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।

নিহত আলাউদ্দিন বগুড়া সদরের সুলতানগঞ্জ পাড়ার উটের মোড় এলাকার মৃত জব্বার উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার বিসিক শিল্পনগরীর মূল ফটকের প্রহরী ছিলেন।

ওসি জালাল উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো বাস বা ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত হন। স্থানীয়দের দেওয়া খবরে সকাল সোয়া ৭টায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত