নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. জাওয়াদুল হক। তিনি রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ছিলেন।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাকে রামেবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
এর আগে অধ্যাপক ডা. জাওয়াদুল হক রামেবির প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা ডিনের দায়িত্ব পালন করেছেন। কিছুদিন রাজশাহী ইসলামী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
এ ছাড়া সিন্ডিকেট সদস্য, নিয়োগ কমিটির সদস্য, সংবিধি কমিটি ও ক্রয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তবে রামেবির ডিন থাকাকালে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল।
অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজ পরিদর্শক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। অধিভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শনের ৬৯টি কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. জাওয়াদুল হক। তিনি রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ছিলেন।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাকে রামেবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
এর আগে অধ্যাপক ডা. জাওয়াদুল হক রামেবির প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা ডিনের দায়িত্ব পালন করেছেন। কিছুদিন রাজশাহী ইসলামী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
এ ছাড়া সিন্ডিকেট সদস্য, নিয়োগ কমিটির সদস্য, সংবিধি কমিটি ও ক্রয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তবে রামেবির ডিন থাকাকালে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল।
অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজ পরিদর্শক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। অধিভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শনের ৬৯টি কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন বিএনপির কর্মী আবুল হাশেম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে আসামিরা জানান, পূর্বশত্রুতা ও প্রতিশোধের উদ্দেশ্যে ১০ জন মিলে এই হত্যাকাণ্ড ঘটান। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
৬ মিনিট আগেপটুয়াখালীতে প্রচণ্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই প্রায় এক শ রোগীকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হাসপাতালগুলোতে শয্যা-সংকটের কারণে রোগীরা মেঝে, বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দৃশ্য দেখা
২০ মিনিট আগেচাঁদপুরের মতলব দক্ষিণে জনবল-সংকটে অচলাবস্থায় পড়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। স্থবির হয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কার্যক্রম। শুধু পিআইও এবং সেতু প্রকল্পের একজন কার্যসহকারী পদায়ন আছেন।
২১ মিনিট আগেখাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেদিক বিবেচনা করে সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকের নিরলস শ্রমে এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা বাংলাদেশের প্রাণ। সরকারও কৃষক ভাইদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই সৌহার্দ্য
২৫ মিনিট আগে