বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরতলীর বেজোড়া এলাকায় ছুরিকাঘাতে জুনায়েদ আলী (২০) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় খুনের ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ আলী শহরতলীর সুজাবাদ পূর্বপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হোসেন (২৫) ও শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জামিরুল ইসলাম।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকে বেজোড়া থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকে চালকসহ সাতজন ছিলেন। বিপরীত দিক থেকে দুই মোটরসাইকেলে চার যুবক বেজোড়ার দিকে যাচ্ছিলেন। বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের বাগ্বিতণ্ডা চলে। এ সময় মোটরসাইকেলে থাকা যুবকেরা চাকু বের কররে ইজিবাইকে থাকা তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’
বগুড়া শহরতলীর বেজোড়া এলাকায় ছুরিকাঘাতে জুনায়েদ আলী (২০) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় খুনের ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ আলী শহরতলীর সুজাবাদ পূর্বপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হোসেন (২৫) ও শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জামিরুল ইসলাম।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকে বেজোড়া থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকে চালকসহ সাতজন ছিলেন। বিপরীত দিক থেকে দুই মোটরসাইকেলে চার যুবক বেজোড়ার দিকে যাচ্ছিলেন। বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের বাগ্বিতণ্ডা চলে। এ সময় মোটরসাইকেলে থাকা যুবকেরা চাকু বের কররে ইজিবাইকে থাকা তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’
মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলস্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তাঁরা।
২৪ মিনিট আগেযাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন...
৩১ মিনিট আগেনিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার শাখা নদী থেকে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের যমুনার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেসিলেটের একটি রিসোর্টে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজনকে জোর করে কাজি ডেকে বিয়ে দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে