বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যাপারী (৪০) নামে নৌকার দুই কর্মীকে মারধর করা হয়েছে।
পরে আজিম সরকার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালীবাড়ি এলাকার আব্দুর রহমানসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় দোকানদার শিশির হোসের বলেন, গতকাল রাত সারে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আলোচনা শেষে সবাই চলে যান। ভোর ৫টার দিকে দেখা যায় নির্বাচনী ক্যাম্পটিতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পুলিশকে খবর দেন।
আজিম সরকার বলেন, ‘গত বুধবার সকালে ট্রাক প্রতীকের কর্মী সুলতান হোসেন আমাকে নৌকার প্রচারণায় অংশ নিতে নিষেধ করে। আমি নিষেধ না শুনলে হুমকি দেয়। আজ শুক্রবার সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। আমাকে উদ্ধার করতে খোকন ব্যাপারী এগিয়ে আসলে তাকেও মারধর করে।’
ট্রাক প্রতীকের কর্মী সুলতান হেসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। এ ঘটনায় আমি কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজিম সরকার বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যাপারী (৪০) নামে নৌকার দুই কর্মীকে মারধর করা হয়েছে।
পরে আজিম সরকার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালীবাড়ি এলাকার আব্দুর রহমানসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় দোকানদার শিশির হোসের বলেন, গতকাল রাত সারে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আলোচনা শেষে সবাই চলে যান। ভোর ৫টার দিকে দেখা যায় নির্বাচনী ক্যাম্পটিতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পুলিশকে খবর দেন।
আজিম সরকার বলেন, ‘গত বুধবার সকালে ট্রাক প্রতীকের কর্মী সুলতান হোসেন আমাকে নৌকার প্রচারণায় অংশ নিতে নিষেধ করে। আমি নিষেধ না শুনলে হুমকি দেয়। আজ শুক্রবার সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। আমাকে উদ্ধার করতে খোকন ব্যাপারী এগিয়ে আসলে তাকেও মারধর করে।’
ট্রাক প্রতীকের কর্মী সুলতান হেসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। এ ঘটনায় আমি কিছুই জানি না।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজিম সরকার বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
২২ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৩৫ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে