শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থীদের তালিকা প্রকাশ করে সংগঠনটি।
এ মনোনয়ন তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা।
এবার শিবগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা টিকিট পেয়েছেন কিচক ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবিএম নাজমুল কাদির শাহাজাহান চৌধুরী, বিহার ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. মহিদুল ইসলাম, ময়দানহাটা ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস এম রুপম, আটমুল ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পিরব ইউপিতে জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, বুড়িগঞ্জ ইউপিতে প্রয়াত চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম চঞ্চল, মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, শিবগঞ্জ সদর ইউপিতে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, দেউলী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহেদুল ইসলাম, সৈয়দপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহাতাব উদ্দিন এবং রায়নগর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান কাজী।
এ দিকে আটমূলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন ও রায়নগর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের ঠাঁই না হওয়ায় সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
আটমূল ইউপিতে মনোনয়ন বঞ্চিত বেলাল হোসেন বলেন, `আমরা দলীয় প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে কাজ করব।'
বুড়িগঞ্জ ইউনিয়নের নৌকার মাঝি রেজাউল করিম চঞ্চল বলেন, `আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বাস ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।'
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, দল এবার ক্লিন ইমেজ ব্যক্তিদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে। আশা করছি এবারের নির্বাচনের ফলাফল গতবারের তুলনায় অনেক ভালো হবে।
সচেতন ভোটাররা বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যোগ্য প্রার্থীদের ভোট দেবেন তাঁরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থীদের তালিকা প্রকাশ করে সংগঠনটি।
এ মনোনয়ন তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা।
এবার শিবগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা টিকিট পেয়েছেন কিচক ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবিএম নাজমুল কাদির শাহাজাহান চৌধুরী, বিহার ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. মহিদুল ইসলাম, ময়দানহাটা ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস এম রুপম, আটমুল ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পিরব ইউপিতে জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, বুড়িগঞ্জ ইউপিতে প্রয়াত চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম চঞ্চল, মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, শিবগঞ্জ সদর ইউপিতে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, দেউলী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহেদুল ইসলাম, সৈয়দপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহাতাব উদ্দিন এবং রায়নগর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান কাজী।
এ দিকে আটমূলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন ও রায়নগর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের ঠাঁই না হওয়ায় সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
আটমূল ইউপিতে মনোনয়ন বঞ্চিত বেলাল হোসেন বলেন, `আমরা দলীয় প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে কাজ করব।'
বুড়িগঞ্জ ইউনিয়নের নৌকার মাঝি রেজাউল করিম চঞ্চল বলেন, `আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বাস ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।'
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, দল এবার ক্লিন ইমেজ ব্যক্তিদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে। আশা করছি এবারের নির্বাচনের ফলাফল গতবারের তুলনায় অনেক ভালো হবে।
সচেতন ভোটাররা বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যোগ্য প্রার্থীদের ভোট দেবেন তাঁরা।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৫ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৭ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৮ ঘণ্টা আগে