ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাক্-প্রাথমিকের চার হাজারের বেশি খুদে শিক্ষার্থী এখনো নতুন বই পায়নি। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সব বিষয়ের বই বিতরণ করা হয়নি। কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বছরের প্রথম দিনে উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব হয়। উপজেলার প্রাক্-প্রাথমিকের ৪ হাজার ২৫০ জন খুদে শিক্ষার্থীর সিলেবাস অনুযায়ী একটি বই ও একটি অনুশীলন খাতা পাওয়ার কথা। কিন্তু ১ জানুয়ারি বই উৎসবের দিনে অনুশীলন খাতা পেলেও এখন পর্যন্ত নতুন বই পায়নি তারা। এ ছাড়া বইসংকটের কারণে এ উপজেলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণি ছাড়া অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ের বই বিতরণ করা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বই উৎসবের দিন উপজেলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা একটি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ের বই পেয়েছে। বাকি বইগুলো এখনো না আসায় বিতরণ করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে অষ্টমনিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক আজকের পত্রিকাকে জানান, বই উৎসবের দিনে তাঁদের বিদ্যালয়গুলোতে প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের অনুশীলন খাতা দেওয়া হয়েছে। প্রাক্-প্রাথমিকসহ অন্যান্য ক্লাসের অনেক বই এখনো পাওয়া না যাওয়ায় তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি।
দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, ‘প্রাক্-প্রাথমিকের বই পাওয়া যায়নি। তবে অনুশীলন খাতা পাওয়ায় তা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা একটি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ের বই পেয়েছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। অসুস্থ হওয়ায় ছুটিতে আছি।’
তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলী বলেন, ‘উপজেলায় প্রাক্-প্রাথমিকের বই না আসায় খুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায়নি। তবে তাদের অনুশীলন খাতা দেওয়া হয়েছে। প্রাক্-প্রাথমিকসহ অন্যান্য ক্লাসের বাকি বইগুলো পাওয়ামাত্র তা শিক্ষার্থীদের হাতে তুলে দেব।’
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাক্-প্রাথমিকের চার হাজারের বেশি খুদে শিক্ষার্থী এখনো নতুন বই পায়নি। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সব বিষয়ের বই বিতরণ করা হয়নি। কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বছরের প্রথম দিনে উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব হয়। উপজেলার প্রাক্-প্রাথমিকের ৪ হাজার ২৫০ জন খুদে শিক্ষার্থীর সিলেবাস অনুযায়ী একটি বই ও একটি অনুশীলন খাতা পাওয়ার কথা। কিন্তু ১ জানুয়ারি বই উৎসবের দিনে অনুশীলন খাতা পেলেও এখন পর্যন্ত নতুন বই পায়নি তারা। এ ছাড়া বইসংকটের কারণে এ উপজেলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণি ছাড়া অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ের বই বিতরণ করা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বই উৎসবের দিন উপজেলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা একটি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ের বই পেয়েছে। বাকি বইগুলো এখনো না আসায় বিতরণ করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে অষ্টমনিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক আজকের পত্রিকাকে জানান, বই উৎসবের দিনে তাঁদের বিদ্যালয়গুলোতে প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের অনুশীলন খাতা দেওয়া হয়েছে। প্রাক্-প্রাথমিকসহ অন্যান্য ক্লাসের অনেক বই এখনো পাওয়া না যাওয়ায় তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি।
দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, ‘প্রাক্-প্রাথমিকের বই পাওয়া যায়নি। তবে অনুশীলন খাতা পাওয়ায় তা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা একটি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ের বই পেয়েছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। অসুস্থ হওয়ায় ছুটিতে আছি।’
তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলী বলেন, ‘উপজেলায় প্রাক্-প্রাথমিকের বই না আসায় খুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায়নি। তবে তাদের অনুশীলন খাতা দেওয়া হয়েছে। প্রাক্-প্রাথমিকসহ অন্যান্য ক্লাসের বাকি বইগুলো পাওয়ামাত্র তা শিক্ষার্থীদের হাতে তুলে দেব।’
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১৬ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২১ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৩৮ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৪৪ মিনিট আগে