সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে জেলাল হোসেন শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক নাদিরা সুলতানা এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেলাল হোসেন শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের আজিজল শেখের ছেলে।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এপিপি মো. চাঁদ আলী এ তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র্যাবের একটি দল কামারখন্দ উপজেলা ও আশপাশের এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় র্যাবের কাছে খবর আসে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কুখ্যাত সন্ত্রাসী জেলাল হোসেন শেখ কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যেপাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা।
এ সময় জেলাল হোসেন শেখকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। মামলা চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।
সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে জেলাল হোসেন শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক নাদিরা সুলতানা এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেলাল হোসেন শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের আজিজল শেখের ছেলে।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এপিপি মো. চাঁদ আলী এ তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র্যাবের একটি দল কামারখন্দ উপজেলা ও আশপাশের এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় র্যাবের কাছে খবর আসে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কুখ্যাত সন্ত্রাসী জেলাল হোসেন শেখ কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যেপাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা।
এ সময় জেলাল হোসেন শেখকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। মামলা চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ও চিত্রকোট এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এই পার্ক পরিদর্শন করেন তিনি।
১২ মিনিট আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৮ মিনিট আগেবঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষের দিকে রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
২৫ মিনিট আগেকয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তাঁরা চিৎকার শাসিয়ে শাসিয়ে বলার চেষ্টা করেন, ওই চিকিৎসকের আচরণের কারণে আজকের সংবাদ সম্মেলনের ইস্যু যেন সাংবাদিকেরা ধামাচাপা না দেন। শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যু যে চিকিৎসায় অবহেলার কারণে ঘটেনি সেটি জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল
৪২ মিনিট আগে