Ajker Patrika

পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ০০
আবুল বাসার ওরফে মিন্টু । ছবি: সংগৃহীত
আবুল বাসার ওরফে মিন্টু । ছবি: সংগৃহীত

রাজশাহী নগরের পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া লাশটি একজন ব্যবসায়ীর। তাঁর নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। নগরের মির্জাপুর পূর্বপাড়া মহল্লায় তাঁর বাড়ি। বাবার নাম কসিম উদ্দিন। বিনোদপুর বাজারে তাঁর ইলেকট্রিকের দোকান আছে।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সামাজিক মাধ্যমে লাশের ছবি ছড়িয়ে পড়ার পর নিহত ব্যক্তির স্বজনেরা তাঁকে শনাক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ ছিলেন।

আজ শুক্রবার বিকেলে নগরের লালন শাহ মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় কাশবনে আবুল বাসারের লাশ দেখতে পান, ওই এলাকায় ঘুরতে যাওয়া লোকজন। পরে পুলিশকে জানানো হয়। নিহত আবুল বাসারের মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচ টেপ দিয়ে প্যাঁচানো ছিল।

ওসি আশরাফুল ইসলাম আরও বলেন, আলামত দেখে মনে হয়েছে, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত