বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে: আ.লীগ নেতা 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৪
Thumbnail image

‘বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না’— নির্বাচনী প্রচারণায় নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন সিরাজগঞ্জের এক আওয়ামী লীগ নেতা। 

গতকাল শুক্রবার রাতে তাড়াশ উপজেলার নওগাঁ মাজার বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্য দেওয়া ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল হাইকে বলতে শোনা যায়, ‘ভোটের স্লিপগুলো দলীয় লোকজনকে দিও। বিএনপিকে না। বিএনপির একজন লোককেও বিশ্বাস করা যাবে না। বিএনপির লোককে ভোটকেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না। বিএনপিকে বিশ্বাস করা যাবে না। আমি আপনাদের বলি, যেগুলো বিএনপি আছে, আমাদের অত্যন্ত কাছের, আমাদের কথা শোনে বা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই সব মানুষকে নিয়ে যাবেন। তাও ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না।’ 

আব্দুল হাই আরও বলেন, ‘আপনারা দয়া করে আগামী ৭ তারিখে সবাই মিলে আগেই ভোট নিয়ে নেবেন। ভোট দিয়ে অধ্যাপক আব্দুল আজিজকে জয়ের মালা পরিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজিজ সাহেব এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন।’ 

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাইকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘দলীয় এমন কোনো নির্দেশনা নেই। আমরা যারা ভোট চাইছি, তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ভোট চাইছি। তবে তিনি (আব্দুল হাই) এমন কোনো কথা বলেছেন কি না, আমি জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত