বাংলাবান্ধায় ব্যবসায়ীদের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের মতবিনিময়

তেতুঁলিয়া প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২০: ৪৮
Thumbnail image

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। আজ বৃহস্পতিবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য সহজতর করার জন্য বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি নেপালের কাকড়ভিটায় ট্রান্সশিপমেন্ট চালু ও স্থলবন্দর দিয়ে নেপাল থেকে পাথর আমদানির আবেদন করেন।

এ সময় রাষ্ট্রদূত পাথর রপ্তানি বিষয়ে প্রতিবেশ রক্ষার্থে নেপালের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকার জানিয়ে ভবিষ্যতে আইন শিথিল হলে তা করা যেতে পারে বলে মত দেন।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্পাদক কুদরত-ই-খোদা মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কয়েকটি প্রস্তাব রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করি। তিনি সেগুলো নেপালের সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।’

নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন দাস, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা স্থলবন্দরের জিএম মো. হাবিবুর রহমান ও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা নজরুল ইসলাম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত